বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১১:১১:৩৫

ধা'ক্কা কা'টিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চীনের শক্তিশালী অর্থনীতি

ধা'ক্কা কা'টিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চীনের শক্তিশালী অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে নিন্মমুখী ছিল চীনের অর্থনীতি। তবে এ ধা'ক্কা কা'টিয়ে উঠতে শুরু করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। এবছর দ্বিতীয় প্রান্তিকে চীন ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বুধবার প্রকাশিত পরিসংখ্যানে এপ্রিল থেকে জুন মাসে চীনের জিডিপি বাড়তে দেখা গেছে।

করোনাভাইরাসের কারণে বছরের প্রথম তিনমাসে চীনের প্রবৃদ্ধি রেকর্ড ৬ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছিল। বিবিসির প্রতিবেদনে জানায়, বিশেষজ্ঞরা যা ধারণা করেছিলেন তার চেয়েও চীনের প্রবৃদ্ধি বেশি হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি একলাফে অনেক নিচে নেমে যাওয়া থেকে আবার খুব দ্রুতই চাঙ্গা হয়ে উঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভাইরাসের প্র'কোপ বেড়ে যাওয়ায় ওই সময় ব্যাবসা-বাণিজ্য, কলকারখানা সবই বন্ধ করে দিতে হয়েছিল চীনকে। সং'ক্রমণ ঠে'কাতে আ'রোপ করতে হয়েছিল ক'ড়াক'ড়ি। এরপর থেকে অর্থনীতি সচল করতে চীন সরকার একাধিক পদক্ষেপ নিয়ে আসছে।লকডাউন থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটি প্রত্যাশ্যার চেয়েও ভালভাবে অর্থনীতি সামলে উঠছে।

বৃহস্পতিবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্যমতে, চীনে জুনে কর্মসংস্থান বেড়েছে। শহুরে এলাকায় বেকারত্বের হার আগের মাসের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭.৫ শতাংশে। গত মে মাসের তুলনায় এ হার ০.২ শতাংশ পয়েন্ট কম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে