সোমবার, ২০ জুলাই, ২০২০, ১২:৫৩:১৬

করোনায় পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় বছর লাগতে পারে

করোনায় পুরোপুরি সুস্থ হতে এক থেকে দেড় বছর লাগতে পারে

করোনাভাইরাসে বিপর্য'স্ত পু'রো বিশ্ব। এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মা'রা গেছে ৬ লাখ ৬ হাজারের বেশি মানুষ এবং আক্রা'ন্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখের বেশি।

এদিকে করোনা আক্রা'ন্তদের পু'রোপু'রি সুস্থ হতে লেগে যেতে পারে এক থেকে দেড় বছর। অনেককেই নানা উপসর্গে ভু'গতে হতে পারে দীর্ঘদিন।চিকিৎসকরা সুস্থ হওয়া ৩৯ লাখ রোগীকে পর্যবেক্ষণ করে ১০ শতাংশের শরীরেই দীর্ঘমেয়াদি নানা উপস'র্গ দেখতে পান।

ফলে সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন পরিচর্যা প্রয়োজন হতে পারে করোনা রোগীদের। এমনটাই বেরিয়ে আসছে গবেষণায়।করোনা আক্রা'ন্ত বেশির ভাগেরই মৃ'ত্যু না হলেও কারও কারও ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি। শুধু ফুসফুসই নয়, রোগীদের অনেকেরই কিডনি, লিভার, হৃৎপিন্ড, মস্তিষ্ক ও স্নায়ুত'ন্ত্র, ত্বকের ব্যা'পক ক্ষতি করে এই ভাইরাস।  

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর শারীরিক জ'টিলতা না থাকলেও উপস'র্গ থাকতে পারে দীর্ঘদিন। আইসিইউতে চিকিৎসা নেয়া গুরু'তর অসুস্থ করোনা রোগী এবং হালকা উপসর্গের কারণে ঘরে থেকে চিকিৎসা নেয়া রোগী উভয়ের ক্ষেত্রেই এমনটি হতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।  

সুস্থ হওয়া করোনা রোগীরা অল্প পরিশ্রমেই ক্লা'ন্ত হয়ে যাচ্ছেন, এছাড়া তাদের শ্বাসক'ষ্ট, মাংসপেশীতে ব্যাথা, হাতে-পায়ে ঝিঁ ঝিঁ ধ'রার মত উপস'র্গ রয়েছে। শারীরিক নানা সমস্যা ছাড়াও প্রায় ৭৫ শতাংশ রোগীর মান'সিক সমস্যা দেখা দিয়েছে। পোস্ট ট্র'মাটিক স্ট্রে'স সি'ন্ড্রোম-পিটিএসডি দেখা গেছে ১৫ শতাংশ রোগীর মধ্যে। স্মৃতি এবং চিন্তাশ'ক্তি কমে যাওয়া এবং কাজে মনোযোগ দিতে ক'ষ্ট হওয়ার কথাও জানিয়েছেন আক্রা'ন্তরা। 

এক্ষেত্রে অনেকেরই স্বাভাবিক জীবনে ফিরে যেতে এবং কর্মস্থলে যোগ দেয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে। ফলে করোনা রোগীদের দীর্ঘদিন পরিচর্যা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে