সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৩:০৩:২৮

প্রথম বারের মতো মাইকে আজান প্রচার হলো যুক্তরাজ্যের ওহিওতে

প্রথম বারের মতো মাইকে আজান প্রচার হলো যুক্তরাজ্যের ওহিওতে

যুক্তরাজ্যে ওহিও কেন্দ্রীয় মসজিদে প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। ওহিও কমুনিটির মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে এ অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার (১৮ জুলাই) ‍যুক্তরাজ্যে অনেক মসজিদের মতো ক্লিটন শহরের আলবার্ট এভিনিউর আর রহমাহ মসজিদে প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়।

মসজিদের কর্মকর্তা মুহাম্মাদ আবদু বলেন, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রয়োজনের সময়ে আজানের ঘোষণাটি এসেছে। করোনা ভাইরাসের ক'ঠিন সময় আমাদের একে অপরের কাছে আসা এবং আশায় বুক বাঁধা উচিত।

ইতিপূর্বে এপ্রিল মাসে মিনিপলিসের মসজিদে রমজান উপলক্ষে সাময়িক সময়ের জন্য প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়। তা দেখে আইনবিদ ইসমাইল মুহাম্মাদ ওহিওর কেন্দ্রীয় মসজিদে আজানের অনুমোদনের জন্য চেষ্টা করেন। প্রায় চার মাসের অব্যাহত চেষ্টার পর মাইকে আজানের অনুমোদন হয়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অধিকাংশ মসজিদে লাউড স্পিকার বা মাইকে আজান দেওয়া হয় না। ফলে তা কেবল মসজিদের ভেতরের লোকেরাই শুনতে পায়।ফলে  মসজিদের বাইরে অবস্থানকারী বৃদ্ধ বা প্রতিবন্ধীরা আজান শোনা থেকে বঞ্চিত হয়। সবাইকে আজান শোনানোর অনুপ্রেরণা থেকে ইসমাইল মুহাম্মাদ এ উদ্যোগ গ্রহণ করেন। সূত্র: দ্য কলম্বাস ডিসপাচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে