সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৩:১১:৫৬

রাম মন্দির বানিয়ে করোনাকে পরাস্ত করা যাবে না: শরদ পাওয়ার

রাম মন্দির বানিয়ে করোনাকে পরাস্ত করা যাবে না: শরদ পাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা প'রিস্থিতিতে অযোধ্যাতে বহু বিতর্কিত রাম মন্দিরের ভিত্তি স্থাপন প্রসঙ্গে এবার বিজেপি সরকারকে একহাত দেখে নিলেন ন্যাশনলিস্ট কংগ্রেস পার্টি প্রধান শরদ পাওয়ার। রামমন্দিরের উদ্ধোধন করার জন্য এরইমধ্যেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রোববার সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে ক'ড়া জবাব দিলেন শরদ পাওয়ার।

বর্ষীয়াণ এই নেতা বলেন, “অনেকে ভাবছেন রাম মন্দির তৈরি করলে করোনাকে পরাস্ত করা যাবে। কিন্তু মহারাষ্ট্র চাইছে করোনাকেই পরাস্ত করতে। আর সেটা মন্দির বানিয়ে নয়।” বহু বিতর্কিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল চলতি বছরের মার্চ মাসে। কিন্তু করোনার জে'রে সেই প্রস্তাব পিছিয়ে যায়। রামমন্দির ট্রাস্টের তরফে বলা হয়েছে, আমরা শুভ উদবোধনের জন্য দুটি দিন নির্ধারণ করেছি। একটি ৩ অগাস্ট এবং অন্যটি ৫ অগাস্ট। তিথি-নক্ষত্র এবং প্রধানমন্ত্রীর দিনক্ষণ দেখে স্থির করা হয়েছে এই দুটি দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে