সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৯:৪১:৩৯

চীনে বড় আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ,‌ সং'ক্র'মণ ছড়াল কয়েকটি শহরে!

চীনে বড় আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ,‌ সং'ক্র'মণ ছড়াল কয়েকটি শহরে!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে বড় আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কা। বেজিং থেকে উত্তর–পশ্চিমের জিনজিয়াং প্রদেশের আরও একটি শহরে ছড়িয়ে পড়ল সং'ক্র'মণ। স্থানীয় সরকার জানিয়েছে, সোমবার কাশগার শহরের '‌প্রাচীন'‌ সিল্ক রোডের কাছে এক জনের শরীরে নতুন করে ধ'রা পড়েছে ভাই'রাস। 

উরুমকি শহরেও অন্তত ১৬ জন করোনা আক্রা'ন্ত হন এদিন। গত মাস খানেক ধ'রেই সং'ক্র'মণের দ্বিতীয় ঢেউ ধা'ক্কা দিচ্ছে চীনকে। চলতি মাসের শুরুতেই ৪৭ জনের শরীরে করোনার হদিশ মিলেছে। অধিকাংশই বেজিং এবং তার আশেপাশের অঞ্চল থেকে ছড়িয়েছে বলে খবর। গোষ্ঠী সং'ক্র'মণ রু'খতে ইতিমধ্যেই উরুমকি শহরে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। 

পাশাপাশি যাতায়াতের সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। গত বছরের শেষে মধ্য চীনের ইউহান থেকেই প্রথম সং'ক্র'মণ ছড়াতে শুরু করেছিল। সে সময়ে জিনজিয়াং প্রদেশে খুব বেশি ঘেঁ'ষতে পারেনি করোনা ভাইরাস। সূত্রের খবর, পাহাড়–মরুভূমি ঘেরা বিস্তীর্ণ প্রদেশেই আছড়ে পড়ল করোনার দ্বিতীয় ঢেউ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে