মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ০৯:০৫:২৪

মুসলমানদের সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন

মুসলমানদের সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলমানদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত তথাকথিত নিষে'ধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে নভেম্বরের মার্কিন নির্বাচনে মুসলিম আমেরিকান ভয়েস ম্যাটর বলেও স্লোগান দেন তিনি।

বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নি'র্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। ট্রাম্প চার বছর ধ'রে আমেরিকার মুসলমান সম্প্রদায়ের বিরু'দ্ধে অব্যাহত চাপ ও তাদের অসম্মান করছেন।

২০১৭ সালে ট্রাম্প প্রথমেই ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্র'বেশে নিষে'ধাজ্ঞা আ'রোপ করে নির্বাহী আদেশ জা'রি করেন। বাইডেন বলেন, ট্রাম্প তার কথাবার্তা, নীতি নৈতিকতা এবং কাজকর্মের মাধ্যমে দেশে ঘৃ'ণার আ'গুন ছড়িয়ে দিয়েছেন।

২০১৮ সালে বিভিন্ন আইনী পদক্ষেপের পরও অভিবাসী নিয়ন্ত্রণে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষেই রায় দেন মার্কিন সুপ্রিম কোর্ট। ভাষণে, মুসলিমবিরোধী ট্রাম্পের ঘৃ'ণাবাদের তী'ব্র সমালোচনা করে বাইডেন বলেন, যারা তার কাজের সমালোচনা করেছে তাদের তিনি আ'ক্রমণ করেছেন। আমাদের কিছু করতে হবে এ বিষয়ে। সরকারের শাখাপ্রশাখায় থাকা ট্রাম্পের ছড়ানো ঘৃ'ণাবাদ নির্মূলে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপ অনুযায়ী ট্রাম্প থেকে জনপ্রিয়তায় ৮ দশমিক ৬ শতাংশ এগিয়ে আছেন বাইডেন। ২০১৭ সালের পিউ রিসার্চের জ'রিপ জানায়, দুই তৃতীয়াংশ মুসলিম ডেমোক্রেটকে সমর্থন করে।

সমাবেশে বাইডেনের ভাষণকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছেন এমগেজের সহপ্রতিষ্ঠাতা খুররাম ওয়াহিদ। তিনি বলেন, বাইডেনের বক্তব্য প্রমাণ করে তিনি মুসলমানদের মূল্যবোধকে সম্মান করেন। তাকে সহানুভূতিশীল মানুষ বলেও আখ্যা দেন খুররাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে