মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:১৬:৫৭

ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হবে: হামাস

ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতি'রোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইহুদিবাদী ইসরাইলের ভূমি সংযুক্তকরণ পরিকল্পনা ব্যর্থ হবে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকা রক্ষা করার জন্য তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান জো'রদারের আহ্বান জানিয়েছেন।

চলতি সপ্তাহে কাতারের একদল সাংবাদিকের সঙ্গে সংবাদ সম্মেলনে ইসমাইল হানিয়া এই আহ্বান জানান। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র গতকাল সোমবার এ খবর দিয়েছে। হানিয়া তার বক্তব্যে চলমান প'রিস্থিতি মোকাবেলায় তিনটি অগ্রাধিকারের কথা বলেছেন। তিনি প্রথম অগ্রাধিকার হিসেবে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের কথা বলেন।

অসলো চুক্তি বাতিলের মাধ্যমে এই অগ্রাধিকার অর্জিত হতে পারে বলেও তিনি মত দেন। ইসমাইল হানিয়া বলেন, “অসলো চুক্তির ভিত্তিতেই পশ্চিম তীরকে ইসরাইলি, ফিলিস্তিনি ও যৌথ নিয়ন্ত্রিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তিনি বলেন, ইসরাইলের সমস্ত অপ'রাধয'জ্ঞ এই অসলো চুক্তির আড়ালে চলছে। ফলে আমাদের জনগণকে অসলো চুক্তি বাতিল করতে হবে এবং ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও-কে ইসরাইলের সঙ্গে সমস্ত সহযোগিতামূলক তৎপরতা বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয়টিও পিএলও-কে বাতিল করতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে হামাস নেতা ইসরাইলের ভূমি সংযুক্তকরণ পরিকল্পনার বি'রুদ্ধে ল'ড়াইয়ের জন্য সম্ভাব্য সব উপায় অবলম্বনের কথা বলেন। ইসরাইলের বিরু'দ্ধে কীভাবে জাতীয় ল'ড়াই পরিচালনা করা হবে তার উপায় ঠিক করতে হামাস ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর সঙ্গে এক টেবিলে বসতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তৃতীয় অগ্রাধিকার হিসেবে হামাস নেতা আরব দেশ ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে