আন্তর্জাতিক ডেস্ক : চীনের ৮২ বছর বয়সী এক নারী ও তার ৬৪ বছর বয়সী মেয়ে লিফটে আট'কা পড়া অব'স্থায় চারদিন ছিলেন। জীবন বাঁ'চাতে এ সময় তারা একে অন্যের প্র'স্রা'ব পান করেছেন। জানা গেছে, চারতলা বাড়িতে লিফটে আট'কা পড়েছিলেন ওই মা-মেয়ে। লিফটের ভেতর তাদের কাছে কোনো খাবার ছিল না। এমনকি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না।
কোনো উপায় না পেয়ে একে অন্যের প্র'স্রা'ব পান করতে বা'ধ্য হন তারা। আর প্র'স্রা'ব পান করার ক্ষেত্রে কোনো স'রঞ্জা'মও ব্যবহার করতে পারেননি তারা। দু'হাতে একজনের 'ই'উরি'ন' ধ'রে তা অন্যজন পান করেছেন।
৯৬ ঘণ্টা লিফটের ভেতর আ'টকে থাকার পর চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানঝি প্রদেশের দমকল বাহি'নী তাদের উ'দ্ধার করে। উ'দ্ধার করেই তাদের হাসপাতালে পা'ঠিয়ে দেওয়া হয়। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছা'ড়া পেতেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা ৯৬ ঘণ্টা বেঁ'চে থাকার চ'র'ম প'রিস্থি'তির বর্ণ'না দিয়েছেন। সূত্র : ডেইলি মেইল