মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ০৯:৩৩:২৬

ভয়ঙ্কর লেজার ক্ষে'পণা'স্ত্রের উদ্বোধন করলো ইরান

ভয়ঙ্কর লেজার ক্ষে'পণা'স্ত্রের উদ্বোধন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : শ'ত্রুপক্ষকে চোখের পলকে ধ্বং'স করতে অ'ত্যাধু'নিক লে'জার গাইডেড ক্ষে'পণা'স্ত্রের উদ্বোধন করেছে ইরানের বি'প্ল'বী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এদিন সকালে জেনারেল সালামি আইআরজিসি'র হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁ'টি 'ফাতহ' পরিদর্শনে যান। সেখানে সাম'রিক বাহিনীর বিভিন্ন সফলতা পরিদর্শনের পাশাপাশি লেজার গাইডেড ক্ষে'পণা'স্ত্র উন্মো'চন করেন তিনি।

বি'প্ল'বী গার্ডের প্রধান বলেন, আইআরজিসি'র পদা'তিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যা'পক সাফল্য অর্জন করেছে। বিশেষকরে তারা এখন হেলিকপ্টারে যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর। হেলিকপ্টারের যন্ত্রাংশ ও হেলিকপ্টার আধুনিকায়নের সব কিছুই ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে হচ্ছে বলে জানান তিনি। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে