শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ০২:৫৩:৫২

যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় ১১১৮ জনের মৃ'ত্যু

যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় ১১১৮ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত ও মৃ'ত্যু কিছু দিন কম থাকলেও আবার বেড়েছে যুক্তরাষ্ট্রে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ১১১৮ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন ধরে দেশটিতে দৈনিক মৃ'তের সংখ্যা এগারোশর বেশি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, লকডাউন তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সং'ক্রমণ বেড়েছে। মঙ্গলবার দেশটিতে ১১৪১ জনের মৃ'ত্যু হয়েছে করোনায়। আর বুধবার মা'রা গেছেন ১১৩৫ জন। এ নিয়ে টানা তিন দিনে এগারোশর বেশি করে মানুষের মৃ'ত্যু হয়েছে দেশটিতে।

বৃহস্পতিবার টেক্সাসে মারা গেছেন ১৭৪ জন, ফ্লোরিডায় ১৭৩, ক্যালিফোর্নিয়ায় ১৫২ এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে ৮৯ জন মা'রা গেছেন। ফ্লোরিডায় এর আগে একদিনে এত মানুষ করোনায় মা'রা যায়নি। এ ছাড়া টেনেসি অঙ্গরাজ্যেও বৃহস্পতিবার ৩৭ জন মা'রা গেছেন। আক্রা'ন্তের সংখ্যায় একসময়ে বিপ'র্যস্ত নিউইয়র্ককে ছাড়িয়েছে ফ্লোরিডা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, গত মে মাসের পর যুক্তরাষ্ট্রে করোনায় এভাবে টানা এগারোশর বেশি মানুষের মৃ'ত্যুর ঘটনা ঘটেনি। ওই মাসে অনেক রাজ্য ও স্থানীয় সরকার বিধিনিষেধ শি'থিল করে সৈকতগুলো উ'ন্মুক্ত করে দেয়। খুলে যায় রেস্তোরাঁ ও ব্যবসাকেন্দ্র। এর পর জুনে সং'ক্রমণ বৃ'দ্ধির পর জুলাইয়ে বাড়ছে করোনায় মৃ'ত্যু।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ রাজ্যে একদিনে করোনায় সর্বোচ্চ মৃ'ত্যুর রেক'র্ড হয়েছে। ভাইরাসটির সং'ক্রমণ ও মৃ'ত্যুর এমন ঊর্ধ্বমুখী হারে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যের হাসপাতালগুলো মা'রাত্ম'ক সংক'টে পড়েছে। রোগীদের চা'প সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে