রবিবার, ২৬ জুলাই, ২০২০, ০২:০০:৩৯

বাড়ছে সুস্থতার হার, বিশ্বে অর্ধেকের বেশি করোনা রোগীই সুস্থ

বাড়ছে সুস্থতার হার, বিশ্বে অর্ধেকের বেশি করোনা রোগীই সুস্থ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রা'ন্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রা'ন্ত ৯৯ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছে। যা মোট আক্রা'ন্তের অর্ধেকেরও বেশি। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে বিশ্বব্যাপী বর্তমানে মোট আক্রা'ন্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ। যাদের মধ্যে মৃ'ত্যুবরণ করেছে ৬ লাখ ৪৮ হাজার মানুষ।

এখনো প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় আড়াই লাখ করে মানুষ আক্রা'ন্ত হচ্ছেন এই প্রাণঘা'তী ভাইরাসে। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রা'ন্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। ৪৩ লাখেরও বেশি মানুষ সেখানে আক্রা'ন্ত। তারপরের অবস্থানে আছে ব্রাজিল। সেখানে আক্রা'ন্তের সংখ্যা প্রায় ২৪ লাখ। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত- ১৩ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ আক্রা'ন্ত দেশটিতে।

সবচেয়ে বেশি মৃ'ত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। প্রায় দেড় লাখ মানুষ সেখানে প্রাণ হা'রিয়েছে। আর ব্রাজিলে হারিয়েছে ৮৬ হাজার জন। সুস্থতার সংখ্যার দিক থেকেও সব থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্ব এই ভাইরাসের সঙ্গে যু'দ্ধ করছে।।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে