রবিবার, ২৬ জুলাই, ২০২০, ০৪:২২:৫৯

অবশেষে যে ওষুধের কারণে করোনামুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অবশেষে যে ওষুধের কারণে করোনামুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : শা'পমুক্তি ঘ'টল। 'লিটল ফ্লু'র কা'মড় থেকে সুস্থ হয়ে উঠলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শনিবার তার করোনা পরীক্ষার চতুর্থ রিপোর্ট নেগে'টিভ এসেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। সুস্থতার নে'পথ্যে কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে, হাইড্রক্সিক্লোরোকুইনের প্যাকেট হাতে নিজের ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট।

গত ৭ জুলাই করোনা আক্রা'ন্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট বসোনারো। করোনা ভাইরাস নিয়ে তার মনোভাব এই মুহূর্তে সর্বজনবিদিত। প্রথমে মা'রণ ভাইরাসকে 'লিটল ফ্লু' বলে উড়িয়ে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই মাস্ক পরতে তারও আপত্তি ছিল। পরবর্তী সময়ে ব্রাজিলের করোনা পরি'স্থিতির দ্রুত অব'নতি হতে থাকায় নিজেই আত'ঙ্কিত হয়ে পড়েন। বারবার করোনা পরীক্ষা করাতে থাকেন।

এরপর ৭ তারিখ করোনা রিপোর্ট পজি'টিভ আসার পর থেকে হোম আইসোলেশনেই চিকিত্‍সাধীন ছিলেন। বলসোনারো জানিয়েছিলেন যে তিনি করোনামুক্ত হতে নির্ভর করছেন হাইড্রক্সিক্লোরোকুইনের উপর। চিকিত্‍সকদের পরামর্শ মেনে তা নিয়মিত খাচ্ছেন। হোম আইসোলেশনের মাঝেও কিছুটা বি'পদে পড়েছিলেন তিনি। বাগানে খাওয়াতে গিয়ে পোষ্য রিয়া পাখির কামড় খান, যদিও তাতে বড় কোনও আ'ঘা'ত লাগেনি।

এভাবেই প্রায় দু সপ্তাহ কা'টানোর পর গত বুধবার ফের করোনা পরীক্ষা করান তিনি। সেই রিপোর্টও পজি'টিভ ছিল। এরপর শনিবারের রিপোর্ট নেগে'টিভ আসায় কার্যত হাঁ'প ছেড়ে বেঁচেছেন প্রেসিডেন্ট বলসোনারো। ফেসবুক পোস্টে সকলকে 'সুপ্রভাত' জানিয়ে নিজের সেরে ওঠার খবর দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে