রবিবার, ২৬ জুলাই, ২০২০, ০৪:৫০:০৮

আত'ঙ্কিত হয়ে হিজবুল্লাহকে চিঠি লিখে যা বলল ইসরায়েল

আত'ঙ্কিত হয়ে হিজবুল্লাহকে চিঠি লিখে যা বলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরো'ধ আ'ন্দো'লন হিজবুল্লাহর প্রতিশো'ধমূলক হা'মলার ভ'য়ে এই সংগঠনের একজন যো'দ্ধাকে হ'ত্যার দা'য় থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব হিজবুল্লাহকে একটি বার্তা পাঠিয়ে বলেছে, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে চালানো যে হা'মলায় ওই যো'দ্ধা নিহ'ত হয়েছেন তাকে হ'ত্যা করার উদ্দেশ্যে সে হা'মলায় চালানো হয়নি।

লেবাননের আল-মায়াদিন টিভি জানিয়েছে, জাতিসংঘের মাধ্যমে পাঠানো চিঠিতে ইসরায়েল হিজবুল্লাহকে বলেছে, তেলআবিব ওই এলাকায় হিজবুল্লাহ যো'দ্ধার উপস্থিতির কথা জানত না। হিজবুল্লাহ ওই চিঠি পাওয়ার বিষয়টি নি'শ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপা'রগ'তা প্রকা'শ করেছে।

হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করে, গত ২০ জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি আ'গ্রা'সী হা'মলায় সংগঠনের যো'দ্ধা আলী কামেল মোহসেন নিহ'ত হন। এ খবর ঘোষণা করার পর অধি'কৃত ভূ'খণ্ডে (ইসরায়েলে) আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়ে এবং হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশো'ধমূলক হা'মলা প্রতিহ'ত করতে তেলআবিব ব্যা'পক প্রস্তুতি নেয়।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চীয় লেবানন সীমান্তবর্তী কয়েকটি শহরের বেশ কিছু সড়ক ব'ন্ধ করে লোকজনের চলাচলের জন্য বি'ক'ল্প পথ খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকেও সর্বোচ্চ স'ত'র্ক অবস্থায় রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে