সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৪:১৬:৪৫

অবশেষে ম্যানিলার মুসলমানদের পাশে দাঁড়ালো ফিলিপাইন প্রশাসন

অবশেষে ম্যানিলার মুসলমানদের পাশে দাঁড়ালো ফিলিপাইন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মুসলমান বাসিন্দাদের তাদের মৃ'ত স্বজনদের কবর দিতে আর মাইলের পর মাইল পাড়ি দিতে হবে না। এখন থেকে কবর দেওয়া যাবে নগরীতেই। বুধবার (২২ জুলাই) থেকে শেষ হয়েছে ম্যানিলার মুসলিমদের এই ভো'গা'ন্তি। এদিন ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো দামাগোসো নগরীতে প্রথম মুসলিম কবরস্থান নির্মাণ উদ্বোধন করেন।

এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন দামাগোসো। এই প্রকল্পকে এই নগরে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার পন্থা হিসেবে উল্লেখ করেছেন তিনি। দামাগোসো বলেন, ''আজকের দিনটা ইতিহাসের অংশ। কারণ পরবর্তী প্রজন্মকে আমরা দেখাতে চেয়েছি যে, আমরা ম্যানিলাবাসী, তাদেরও স্মরণ করা উচিত। তাদের ভুলে যাওয়াটা উচিত হবে না।''

২৪ স্কয়ার মিটার বড় মুসলমানদের কবরস্থানটিতে ৩৭৮টি কবরের জায়গা রাখা হয়েছে। সেখানে একটি মসজিদও নির্মাণ করা হবে। এ জন্য প্রায় ৫০ কোটি ম্যানিলন (১০ লাখ ডলার) পেসো বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র দামাগোসো আরও বলেন, ''তারা যাতে নিজেদের স্বী'কৃত ভাবে এবং নিজেদের ম্যানিলার অংশ মনে করে সেজন্য আমাদের এই নিজস্ব ক্ষু'দ্র প্রচেষ্টা।''

মুসলিম সম্প্রদায়কে আগের প্রশা'সনগুলো অ'বহে'লা করায় এবং তাদেরকে যথাযথ কবরস্থানটুকুও দিতে না পারায় ক্ষমা চান দামাগোসো। ম্যানিলার মেয়রের এমন উদ্যোগে খুব খুশি মুসলিম সম্প্রদায়। কবরস্থান নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত থাকা মুসলিম ফিলিপিনোসের জাতীয় কমিশনের চেয়ারম্যান সাইদামেন পাগারুনগান বলেন, ''ঐতিহাসিক এই উপহারে কেবল ম্যানিলার মুসলমানরাই খুশি নয়, দেশের ১ কোটি ২০ লাখ মুসলমানই খুশি।'' এত দিন ম্যানিলার কোনো মুসলমান মারা গেলে অনেক দূরের তাগুইগ সিটিতে নিয়ে দাফন করতে হতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে