সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৬:০৫:৪৫

রাশিয়ায় পুতিনবিরো'ধী বিক্ষো'ভে রাস্তায় হাজার হাজার মানুষ

রাশিয়ায় পুতিনবিরো'ধী বিক্ষো'ভে রাস্তায় হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় পুতিনবিরো'ধী বিক্ষো'ভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খাবারভস্ক শহরে এই বিশাল বিক্ষো'ভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতির সঠিকভাবে নিয়'ন্ত্রণ করতে ব্য'র্থ হওয়ায় তারা প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষো'ভ দেখান সমাবেশ থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, সম্প্রতি দেশটিতে খু'নের অ'ভিযো'গে আ'টক করা হয়েছে জনপ্রিয় গভর্নর সার্জেই ফুরগালকে। এতেই দেশজুড়ে বিক্ষো'ভ ছড়িয়ে পড়েছে। টানা তিন সপ্তাহ ধ'রে দেশের বিভিন্ন অংশে এর প্র'তিবা'দ জানানো হয়েছে। তবে এবার সবথেকে বড় বিক্ষো'ভ দেখা গেলো মস্কো থেকে ৬ হাজার ১১০ কিলোমিটার দূরে দেশের অন্য প্রান্তের এই শহরে। দাবি করা হচ্ছে, ফুরগালের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

ফুরগাল নিজেকে নির্দো'ষ দাবি করছে। করোনা মহামা'রির মধ্যে এই বিক্ষো'ভ ক্রেমলিনের জন্য নতুন উদ্বে'গ সৃষ্টি করেছে। বিক্ষো'ভকারীরা বিক্ষো'ভ থেকে পুতিনের প'দত্যা'গ চেয়ে স্লো'গান দিতে থাকে। এসময় তারা পুতিনকে 'চোর' বলেও আখ্যায়িত করে। তাদের দাবি, খাবারভস্ককে মস্কো থেকে নিয়ে এসে স্থানীয়ভাবে খাবারভস্কে বিচার করা হোক। মিছিলে কতজন মানুষ জড়ো হয়েছিল তা নিয়ে একেক সূত্র একেক তথ্য জানিয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৫০০ জনের মতো মানুষ জড়ো হয়েছিল। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে এ সংখ্যা ২০ হাজারের বেশি। তবে বিক্ষো'ভকারীদের দাবি ৫০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিল ওই পুতিন বিরো'ধী বিক্ষো'ভে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে