সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১০:০৭:১৩

ইসরায়েলে ভয়ংকর হা'মলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে ভয়ংকর হা'মলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও ইসরায়েলের বিরো'ধপূর্ণ দক্ষিণ লেবাননের শেবা ফার্মস সীমান্তে গো'লাগু'লির ঘ'টনা ঘ'টেছে। ইসরায়েল শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এটিকে হিজবুল্লাহ কর্তৃক হা'মলা বলে উল্লেখ করেছে। এতে ইসরায়েলের কোনো হ'তাহ'ত হয়নি বলেও নি'শ্চিত করেছে পত্রিকাটি।

ইসরায়েলের সেনাবাহিনীর উদৃতি দিয়ে টাইমস অব ইসরায়েল বলছে, ''হিজবুল্লাহ সীমানা অতি'ক্রম করে ইসরায়েলি এলাকায় হা'মলা চালায়। এতে দু'পক্ষের মধ্যে প্র'চ'ণ্ড গো'লাগু'লি হয়। সং'ঘ'র্ষে শুরু হলে ওই এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়া হয়।''

সিরিয়ায় একজন ইরানি কমান্ডার ইসরায়েলি হা'মলায় নিহ'ত হওয়ার জে'রে হিজবুল্লাহ এই হা'মলা করেছে বলে দাবি ইসরায়েলি সেনাবা'হিনীর। তবে কোন কমা'ন্ডার এবং কবে এই ঘ'টনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

ইসরায়েলের সেনা বাহিনীর মুখপাত্র ব্রি. জে. হিদাই জিলবারমান বলেন, ''হিজবুল্লাহ প্রথমে হা'মলা করতে করতে ইসরায়েলের সীমানায় প্রবেশ করে। ইসরায়েলের সেনারা প্র'তিরো'ধ গড়ে তুললে তারা পিছু হ'টে।'' কোনো ইসরায়েলি আ'টক বা হ'তাহ'ত হয়নি বলে জানান তিনি।

হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি সাম'রিক যান ল'ক্ষ করে মিসা'ইল ছুঁ'ড়েছে বলেও অ'ভিযো'গ করেছে দেশটির সেনাবা'হিনী। রয়টার্স এক খবরে বলেছে, হিজবুল্লাহর একজন কমা'ন্ডার গত সপ্তাহে নিহ'ত হওয়ার জে'রে যে কোনো সময় নতুন করে সং'ঘ'র্ষ বা'ধতে পারে ইসরায়েল ও লেবাননের মধ্যে। এই হা'মলাকে সেই ভবিষ্যৎবাণীর বা'স্তবা'য়ন বলে মনে করা হচ্ছে।

রবিবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেন, ''গত সপ্তাহে সিরিয়ায় তাদের সদস্য আলী কামেল মোহসিনকে বিমান হা'মলার মাধ্যমে হ'ত্যা করে ইসরায়েল। ওই সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে ক'ঠি'ন পরি'ণতির হু'মকি দেন।''

অন্যদিকে, গতকল অন্তত ১৯ বার লেবাননের আকাশ সীমা ল'ঙ্ঘ'ণ করে ইসরায়েলে গোয়ে'ন্দা ড্রো'ন। এসম হিজবুল্লাহ গু'লি করে একটি ড্রো'ন ভূপা'তিত করে। এতে উত্তে'জনা বাড়ে লেবানন-হিজবুল্লাহ শিবিরে। এসবের জবাবে হিজবুল্লাহ এই হা'মলা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, হিজুল্লাহর পক্ষ থেকে এই খবর লেখা পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। সূত্র : টাইমস অব ইসরায়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে