মোদির থেকেও বড় সোনিয়ার বাড়ি!
আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর থেকেও বড় বাড়িতে থাকেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশে ১০ জনপথের থেকে বড় সরকারি বাসভবন রয়েছে একমাত্র ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির। তথ্য জানার অধিকারে বিষয়টি জানতে চেয়েছিলেন দেবাশিস ভট্টাচার্য। তাতেই উঠে এসেছে এই তথ্য।
১৫ হাজার ১৮১ বর্গমিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে সোনিয়ার বাসভবন ১০ জনপথ। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর ৭ রেসকোর্স রোডের বাসভবনের আয়তন ১৪ হাজার ১০১ বর্গমিটার। ভারতের সব থেকে বড় সরকারি ভবনে থাকেন রাষ্ট্রপতি। ৩২০ একর জায়গা নিয়ে তৈরি। দুনিয়ার অন্যান্য রাষ্ট্রপ্রধানদের বাড়ির নিরিখে বৃহত্তম।
ভারতের উপরাষ্ট্রপতির বাসভবন ৬ মৌলানা আজাদ রোডের আয়তন ২৬ হাজার ৩৩৩.৪৯ বর্গমিটার। যদিও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি। কিন্তু ১০ জনপথের বাংলো সোনিয়া পেয়েছেন সাংসদ হিসেবে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর জন্য বরাদ্দ ১২ নম্বর তুঘলক লেনের বাংলো। এই বাংলোর আয়তন ৫,০২২.৫৮ বর্গমিটার।
প্রিয়াঙ্কা গান্ধী ভদ্ররও বাংলো রয়েছে ৩৫ লোধি এস্টেটে। তার আয়তন ২,৭৬৫.১৮ বর্গমিটার। যদিও তার সিমলার বাসভবন সম্পর্কে আর টি আই–এর জবাবে কোনও তথ্য দেয়নি হিমাচল প্রদেশ সরকার। জানিয়েছে, এসপিজি নিরাপত্তা পান প্রিয়াঙ্কা। তাই তার বাড়ি সম্পর্কে কোনও তথ্য দেওয়া যাবে না।
১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি
�