মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ০৭:১৮:১১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছর কারাদ'ণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছর কারাদ'ণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বি'রু'দ্ধে আনা দুর্নী'তির সবকটি অ'ভিযো'গ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২ বছর কা'রাদ'ণ্ড ও ২১০ মিলিয়ন রিংগিত জরি'মানা করেছে। মঙ্গলবার নাজিবের বি'রু'দ্ধে আনা ৭ অ'ভিযো'গের প্রত্যেকটিতেই অ'ভিযো'গ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। খবর মালয় মেইলের।

কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলামন মোহাম্মদ গাজালি মামলার রায় ঘোষণা করতে গিয়ে বলেন, বিচারের সব সাক্ষ্যপ্রমাণ বিবেচনার পর, আমি দেখেছি কৌঁ'সুলিরা সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই মামলা যৌ'ক্তিক সন্দে'হের ঊর্ধ্বে।

এই মামলায় বিশ্বা'সভ'ঙ্গ, অ'র্থপা'চার, ক্ষ'মতার অ'পব্যবহারসহ সাত ধ'রনের অ'ভিযো'গ আনা হয়েছিল নাজিব রাজাকের বি'রু'দ্ধে। দুর্নী'তিতে সং'শ্লি'ষ্টতার অ'ভিযো'গ অস্বী'কার করে তিনি মামলার শুনানিতে নিজেকে 'নির্দো'ষ' দাবি করেছিলেন। এদিকে রায় ঘোষনার পর নাজিব সমর্থকদের মধ্যে ব্যা'পক উওে'জনা বিরাজ করছে।দিনভর আদালত প্রাঙ্গণে ছিলেন তার সমর্থকরা। 

মিটিং ও প্র'তিবা'দ মিছিল করতে দেখা গেছে তাদের। নাজিব রাজাক এই রায়ের বি'রু'দ্ধে আপিল করার পর আদালত সঙ্গে সঙ্গে তা না'কচ করে দেন। আস্থা ল'ঙ্ঘ'ন, অর্থ পা'চার ও ক্ষ'মতার অপ'ব্যবহারসহ সাতটি মামলার মো'কাবেলা করতে হয়েছে নাজিবকে। সাবেক ওয়ানএমডিবি'র ইউনিট এসআরসি থেকে এক কোটি ডলার অ'বৈ'ধভাবে নেয়ার অ'ভিযো'গও আছে তার বি'রু'দ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে