মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১১:০৫:৪৬

পাকিস্তানের রাজনীতি নিয়'ন্ত্রণের পরিক'ল্পনা করছে চীনের প্রেসিডেন্ট

পাকিস্তানের রাজনীতি নিয়'ন্ত্রণের পরিক'ল্পনা করছে চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক বছর যাবত পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতিকে নিয়'ন্ত্রণে নিতে বেশ কিছু প'দক্ষে'প নিয়েছে চীন। ২০১৬ সাল থেকে চীন-পাকিস্তান করিডোর (সিপিইসি) এবং সিপিইসি কর্তৃপক্ষকে দেশটির কাঠামোগত ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলোকে নিজের নিয়'ন্ত্রণে রাখতে চা'প দিয়ে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

যদিও চীনের ওই প্রস্তাবটি প্র'ত্যাখ্যা'ন করেছিলেন পাকিস্তানের নেওয়াজ শরিফ সরকার। কিন্তু পরবর্তীতে তা আবারো গ্রহণ করেছে ইমরান খান সরকার। এশিয়া টাইমসের এ প্রতিবেদনে আলি সালমান আন্দানি পাক সরকার প্রধান ইমরান খানকে সাম'রিক শা'সনের পুতুল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পাক পরিক'ল্পনা মন্ত্রণালয়কে নিয়'ন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি এর চাহিদা পুরণের পরিক'ল্পনা বাস্তবায়ন সফল হয়েছে।

তিনি আরও বলেন, আমি পাকিস্তানের পরিক'ল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়কে অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করি। ওই প্রতিষ্ঠানগুলোর সিনিয়র আমলারা সুস্পষ্টভাবে শি'র ড্রেকোনিয়ান সিপিইসি স্কিমটি যাচাই বাছাই এবং প্রতিহ'ত করতে পারেন। কারণ তারা চু'ক্তির সম'স্ত গো'পন নথিতে অনুমতি পেয়েছে এবং এ চু'ক্তির সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন। যতক্ষণ পর্যন্ত বেসা'মরিক সংস্থাগুলোর কর্মচারীদের ওপর শি নিয়'ন্ত্রণের একটা মাত্রা ছিল ততদিন পর্যন্ত চীনা প্রেসিডেন্টের পরিক'ল্পনা বাস্তবায়ন অসম্ভব ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে