মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১১:৩৬:৩৫

করোনা নিয়ে আশাবাদী হয়ে ওঠার মতো খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা নিয়ে আশাবাদী হয়ে ওঠার মতো খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের ডিসেম্বর চীনের উহানে হা'না দেয় করোনাভাইরাস। এরপর ধী'রে ধী'রে পু'রো বিশ্বে আঘা'ত হানে এই মহামা'রি। এতে বিপ'র্য'স্ত হয়ে পড়েছে গো'টা পৃথিবী। দেখতে দেখতে এটি ছ'ড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে।

বিশ্বব্যাপী করোনায় আক্রা'ন্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রা'ণ কে'ড়েছে এ ম'রণব্যা'ধি। তবে ক্র'মে ভ'য়াব'হ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকো'প একবারেই শেষ হয়ে যাবে, ই'নফ্লুয়ে'ঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার মতো এ খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রি'ফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢো'কানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভি'ন্নরকম আচ'রণ করছে।সং'ক্রমণের বিষয়ে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গ'ড়াগ'ড়ি খাবে।

এসময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সং'ক্র'মণ কমায় আ'ত্মতু'ষ্টিতে ভো'গার বিষয়ে সবাইকে সত'র্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফে'র ভাইরাস ছ'ড়িয়ে পড়া ঠে'কাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে