মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১১:৫৮:২৪

জো'রে বাইক চালানোর শা'স্তি স্বরুপ যুবকের কপালে চাবি ঢুকিয়ে দিলো পুলিশ!

জো'রে বাইক চালানোর শা'স্তি স্বরুপ যুবকের কপালে চাবি ঢুকিয়ে দিলো পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক : রাতে নাকি জোরে বাইক চালাচ্ছিলেন। সেই 'অ'পরা'ধ'-এ এক যুবকের কপালে চাবি গুঁ'জে দেওয়ার অ'ভিযো'গ উঠল পুলিশের বি'রু'দ্ধে। ঘ'টনাটি ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপুরের। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে এক বন্ধুর সঙ্গে বাইকে তেল ভরতে গিয়েছিলেন রামপুর গ্রামের বাসিন্দা দীপক (২০)। ফেরার পথে পুলিশের একটি টহলদারি দল তাদের দাঁড়ানোর নির্দে'শ দেয়।

কিন্তু তারা পালানোর চেষ্টা করলে এক পুলিশকর্মী দীপকের কপালে নিজের বাইকের চাবি ঢুকিয়ে দেন। রাজ্য পুলিশের ডিজি (আইনশৃ'ঙ্খলা) অশোক কুমার বলেন, ''ঘ'টনাটি অত্যন্ত গু'রুতর, যাতে ওই ব্যক্তি গু'রুতরভাবে আহ'ত হয়েছেন। পুলিশকর্মীরা অবশ্য জানিয়েছেন, তারা নিজেদের ডিউটি করছিলেন। জো'রে বাইক চালানো দেখে তাকে থামতে বলেন। কিন্তু বাইক না থামিয়ে দ্রু'তগ'তিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার জে'রে ঘ'টনাটি ঘ'টেছে।''

সেই ঘ'টনার খবর জানাজানি হতেই উ'ত্ত'প্ত হয়ে ওঠে এলাকা। উত্তে'জিত জনতা থানা ঘে'রাও করেন। অ'ভিযু'ক্ত পুলিশকর্মীদের বি'রু'দ্ধে ক'ড়া ব্যবস্থার দাবি জানান। তাদের ছত্রভ'ঙ্গ করতে লাঠিচা'র্জ করে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে পাথর ছো'ড়া হয়েছে। পরে ঘ'টনাস্থলে আরও পুলিশ এসে পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনে।

ঘ'টনার সত্য'তা স্বী'কার করে সিনিয়র পুলিশ সুপার দলীপ সিং কুনওয়ার জানিয়েছেন, এক সাব ইন্সপেক্টর এবং দুই কনস্টেবলকে সা'সপে'ন্ড করা হয়েছে। বাজপুরের সার্কেল অফিসার ঘ'টনাটির পূর্ণা'ঙ্গ তদ'ন্ত করছেন বলে আ'শ্ব'স্ত করেছেন সিনিয়র পুলিশ সুপার। ঘ'টনায় জড়িত পুলিশ কর্মীদের বি'রু'দ্ধে ক'ড়া ব্যবস্থা নেওয়ার নির্দে'শ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে