বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২:০০:১২

এবার ভারত সীমান্তে পাকিস্তানের যু'দ্ধবিমান মোতায়েন

এবার ভারত সীমান্তে পাকিস্তানের যু'দ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ভারত ও চীনের মধ্যে উ'ত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের কাদরির বিমানঘাঁ'টিতে সামরিক ম'হড়া চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান স্কারদু বিমান ঘাঁ'টিতে জে-১৭ জ'ঙ্গি বিমানও মোতায়েন করেছে পাকিস্তান।

সরকারি সূত্র জনিয়েছে, চীনের নির্দেশনায় পাকিস্তান এসব সামরিক ম'হড়া চালিয়েছে। উল্লেখ্য, চলতি মে মাস থেকে লাদাখের বেশ কয়েকটি স্থানে ভারতের সাথে সামরিক উ'ত্তেজনায় রয়েছে চীন।

শীর্ষ সরকারি সূত্র জানায়, পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান সম্প্রতি বিমান ঘাঁ'টিটি সফর করেছেন। ওই সময় সামরিক মহ'ড়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। লাদাখে চীন ও ভারতীয় সৈন্যরা মু'খোমু'খি অবস্থানে থাকার সময়ই মুজাহিদ সফর করেন ওই বিমান ঘাঁ'টি। গু'ঞ্জন রয়েছে যে পাকিস্তান ও চীন দুই ফ্রন্টে (জম্মু ও কাশ্মির ও লাদাখ) হা'মলা চালাতে পারে ভারতীয় ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ দ'খল করতে।

নয়া দিল্লির সরকারি সূত্র জানায়, স্কারদু বিমানঘাঁ'টিতে পাকিস্তানের সামরিক ম'হড়ার বিষয়ে ভারত পূর্ণ অবগত রয়েছে। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং সেইসাথে বিমান ও সেনাবাহিনীও পাকিস্তান বিমান ঘাঁ'টির কার্যক্রমের ওপর তী'ক্ষ্ণ ন'জর রাখছে। স্কারদু হলো পাকিস্তান বিমান বাহিনীর ফরোয়ার্ড অপারেটিং বেস। এটি ভারতের সাথে সীমান্ত অভি'যানে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নির্মাণ করা হয়েছে। সূত্র : জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে