বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২:৪২:৩২

এবার হিন্দুদের দেবী দুর্গাকে 'অপমান' করলেন নেতানিয়াহু

এবার হিন্দুদের দেবী দুর্গাকে 'অপমান' করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আ'ঘা'ত করার জন্য ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু। 'অজান্তেই' রাজনৈতিক ত'রজায় প্রতিপক্ষকে বিঁ'ধতে দেবী দুর্গার একটি বি'কৃ'ত ছবি টুইটারে পোস্ট করেছিলেন ইয়াইর। তা নিয়েই সমালো'চনার মুখে পড়তে হয় তাকে।

ঘ'টনাটির সূ'ত্রপা'ত গত রবিবার। সেদিন নিজের টুইটার হ্যান্ডেলে, আইনজীবী লিয়াত বেন আরির মুখ বসানো দেবী দুর্গার ছবি পোস্ট করেন ইয়াইর। বলে রাখা ভাল, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বি'রু'দ্ধে চলা একাধিক দু'র্নী'তি মামলা সরকার পক্ষের আইনজীবী বেন আরি। ফলে স্বাভাবিকভাবেই তার উপর মোটেও খুশি নয় শা'সকদল ও প্রধানমন্ত্রীর ছেলে। 

তাই বাবার পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে আরিকে তুলো'ধোনা করতেই কাজটি করেছিলেন ইয়াইর। কিন্তু এতে ফল হয় উলটো। ছবিটি নিয়ে দেখা দেয় তু'মু'ল বিত'র্ক। হিন্দু সমাজের অনেকেই প্র'তিবা'দ জানান। ইজরায়েলের জনতার একাংশও শামিল হন তাতে। শেষমেশ পরি'স্থিতি বে'গ'তিক দেখে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী পুত্র ইয়াইর।

সংবাদমাধ্যমে সাফাই দিয়ে তিনি বলেন, ''আমি একটি পেজ থেকে এই মিমটি নিয়েছিলাম। সেখানে ইজরায়েলের রাজনীতিবিদের নিয়ে নানা মজার মজার ব্যা'ঙ্গা'ত্মক পোস্ট করা আছে। রাজনৈতিক প্রতিদ্ব'ন্দীদের নি'শা'না করাই আমার উদ্দেশ্য ছিল। তখন বুঝতে পারিনি ছবিটি আসলে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। আমার ভারতীয় বন্ধুদের কাছ থেকে বিষয়টি জানতে পেড়েই সঙ্গে সঙ্গে টুইটটি মুছে ফেলেছি। এই ঘ'টনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'' এদিকে, এই ঘটনায় দ্বি'ধাবিভ'ক্তি নেটিজেনরা। অনেকেই যাদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন, ইয়াইরকে রীতিমতো তু'লোধো'না করেছেন। 

আবার অনেকে মনে করছেন নেতানিয়াহু পুত্রের উদ্দেশ্য খা'রাপ ছিল না। হিন্দু ধর্মের বিষয়ে না জানার দরুণই এই কা'ণ্ডটি ঘ'টিয়ে ফেলেছেন তিনি। তবে ভু'ল বুঝতে পেরে সরাসরি ক্ষ'মা চেয়ে যে সা'হসের পরিচয় তিনি দিয়েছেন, তা নিয়ে অনেকেই প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠেছেন। উল্লেখ্য, গত মে মাস থেকে জেরুজালেমের একটি আদালতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বি'রু'দ্ধে দুর্নী'তির মামলা চলছে। আর তা নিয়েই আ'পাত'ত স'রগ'রম ইজরায়েলের রাজনীতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে