বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১১:০৪:২২

নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গু'লি করে হ'ত্যা

নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গু'লি করে হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিকে আদালত কক্ষেই গু'লি করে হ'ত্যা করা হয়েছে।দেশটির পেশওয়ারে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার ধর্ম অবমাননা মা'মলায় তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তির শুনানি চলছিল।এসময় তাকে লক্ষ্য করে ছয় রা'উন্ড গু'লি ছোড়া হয়।

তিনি বলেন, ‘হা'মলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রে'প্তার করা হয়েছে। সে হ'ত্যাকাণ্ডের দায় স্বী'কার করেছে।ধর্ম অবমাননা করায় সে এই হ'ত্যাকা'ণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।’

উল্লেখ্য, ধর্ম অবমাননার অভি'যোগে ২০১৮ সালে গ্রে'প্তার করা হয় তাহিরকে। পাকিস্তানে ধর্ম অবমাননাআইনে কিছু অপরা'ধের সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদ'ণ্ডের বিধান রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে