শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১১:২০:৫৯

করোনা ভাইরাসের প্রভাব কয়েক দশক থাকবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

করোনা ভাইরাসের প্রভাব কয়েক দশক থাকবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের প্রভা'ব আগামী কয়েক দশক থাকবে বলে স'ত'র্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। শুক্রবার ওই বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

তাতে সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের বক্তব্যের উল্লেখ্য করা হয়েছে। তিনি বলেছেন, ''এই ধরনের মহামা'রী শতাব্দীতে একবারই হয়। তবে এর প্রভাব পরিলক্ষিত হবে কয়েক দশক ধরে।'' এর আগে সোমবার করোনার সং'ক্র'মণকে বিশ্বের ইতিহাসে ভ'য়ং'করতম মহামা'রী হিসেবে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।

এর চেয়ে আপৎকালীন পরি'স্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এর আগে কখনও পড়তে হয়নি বলেও জানান। তিনি বলেন, ''এই নিয়ে ষষ্ঠবার স্বাস্থ্যক্ষেত্রে জ'রুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই ছ'বারের মধ্যে এটাই সবচেয়ে খা'রাপ অবস্থা।''

টেড্রোস আরও জানান, সং'ক্র'মণ ছড়ানোর ৬ মাস পরেও এই ভাইরাস গতি বাড়াচ্ছে। শুধু গত ৬ সপ্তাহেই বিশ্বজুড়ে মোট আ'ক্রা'ন্তের সংখ্যাটা দ্বি'গু'ণ হয়ে গিয়েছে। আর বি'প'দ এখনও বাকি আছে। এই মহামা'রী থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেখানে সং'ক্র'মণ কমছে। যেখানে মা'না হচ্ছে না, সেখানে বাড়ছে।

অনেক দেশ ধ'রেই নিয়েছিল, করোনা সং'ক্র'মণ নিয়'ন্ত্রণ করে ফেলেছে তারা। সেই সব দেশেও নতুন করে সং'ক্র'মণ ছড়াচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার আগে সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, পোলিও সং'ক্র'মণ এবং দু'বার ইবোলা সং'ক্র'মণের সময়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জ'রু'রি অবস্থা জা'রি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কোনওক্ষেত্রেই পরি'স্থিতি এতটা ভ'য়াব'হ হয়নি। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে