শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১১:২৮:৩৪

করোনাজয়ী মেয়ের হাত ধ'রে উদ্দাম নাচ মায়ের, ভাই'রাল ভিডিও

করোনাজয়ী মেয়ের হাত ধ'রে উদ্দাম নাচ মায়ের, ভাই'রাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : করোনা জয় করে শুক্রবার সকালে বাড়ি ফিরে এসেছে মেয়ে। দী'র্ঘ'দিন পর মেয়েকে কাছে পেতেই আনন্দে আ'ত্মহা'রা মা শুরু করলেন নাচ। মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই নাচের ভিডিও। খুশির আমেজ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মৌপিয়া মাহান্তির করোনা পরীক্ষার রি'পো'র্ট পজি'টিভ আসায় ১৯ জুলাই তাকে পশ্চিম মেদিনীপুর শহরের আয়ূষ হাসপাতালে ভরতি করা হয়। 

দীর্ঘ ১২ দিন সেখানে থাকার পর শুক্রবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই তরুণী। বেলদা থানার নন্দ মার্কেট এলাকায় বাড়ির সামনে স্বাস্থ্যদপ্তরের গাড়ি থেকে নামার পর পরিবারের সদস্যরা মৌপিয়াকে চকলেটের মালা পরিয়ে দেন। এরপর ফুল ছিটিয়ে তাকে ব'রণ করা হয়। মেয়েকে কাছে পেয়েই স্থানীয় বিজেপি নেত্রী মা মঞ্জুদেবী তার হাত ধ'রে শুরু করেন নাচ। করোনা জয়ী মেয়েকে জড়িয়ে ধ'রে চোখের জলে ভাসেন ওই বধূ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকায়।

তবে মেয়ে একা নয়। মেয়ের আগে মা, মঞ্জুদেবীও করোনা আ'ক্রা'ন্ত হয়েছিলেন। তিনি ১৫ জুলাই করোনা আ'ক্রা'ন্ত হয়ে শালবনি সুপার স্পে'শ্যা'লিটি হাসপাতালে ভরতি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জুলাই। মা ও মেয়ে দুজনই উ'পস'র্গহী'ন ছিলেন। মঞ্জুদেবী জানিয়েছেন, তাদের এক পরিচিতের প্রথমে করোনা ধ'রা পড়ে। তারপর তিনি ও পরিবারের সকলে করোনা পরীক্ষা করান। তখন তাদের রিপো'র্টও পজি'টিভ আসে। 

পরবর্তীকালে মেজ মেয়ে মৌপিয়ার ধ'রা পড়ে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আনন্দে আ'ত্মহা'রা মৌপিয়া জানালেন, ''আমি মোটামুটি ভাল আছি। অযথা করোনা নিয়ে আ'ত'ঙ্কিত হবেন না। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যারা আমার পাশে দাঁড়িয়েছেন ও সা'হস দিয়েছেন তাদের আমি কৃত'জ্ঞতা জানাই। আর সবাইকে অনুরোধ করছি সাব'ধানে থাকবেন। বাইরে বেরোনোর সময় মুখে মাস্ক পরবেন। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।''

অপরদিকে মঞ্জুদেবী জানিয়েছেন, ''১৮ বছর হয়ে গিয়েছে মেয়ের। একবার বেঙ্গালুরুতে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়টুকু ছাড়া আর কোনও দিন ও আমাদের ছাড়া বাইরে থাকেনি। এমনকী আত্মীয় স্বজনদের বাড়িতে খুব বেশি হলে এক থেকে দুই দিন আমাদের ছেড়ে থেকেছে। কিন্তু টানা ১২ দিন আমাদের ছেড়ে থাকা তাও আবার হাসপাতালে এরকম কোনওদিনই হয় নি। তাই মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আনন্দে আ'ত্মহা'রা হয়ে নেচে ফেলেছি।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে