 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা কোনও রকমের অ'পক'র্ম করলে তার ক'ঠোর ও দাঁ'তভা'ঙা জ'বাব দেওয়া হবে।
শনিবার মুলতান শহরে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। কোরেশি বলেন, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যা'সিস্ট সরকার অ'যোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করতে যাচ্ছে। এ ঘটনার নি'ন্দা জানান শাহ মেহমুদ কোরেশি।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্ট (বুধবার) পাকিস্তান ইয়াউম-ই-ইসতেসাল পালন করবে, যার মাধ্যমে কাশ্মীরের জনগণকে সুস্প'ষ্ট বা'র্তা দেওয়া হবে যে, তারা একা নন। কোরেশি জানান, ৫ আগস্ট সকাল ১০টায় পাকিস্তানজু'ড়ে এক মিনিট নী'রবতা পালন করা হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খান আযাদ কাশ্মীরের সংসদে বক্তব্য রাখবেন। এছাড়া, প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে একটি র্যালিতে নেতৃত্ব দেবেন। পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে স্থানীয়ভাবে র্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহরে সেমিনারের আয়োজন করা হবে বলেও শাহ মেহমুদ কোরেশি জানান।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্প'ষ্ট ভাষায় বলেন, কাশ্মীরের জনগণের মুক্তি ও আ'ত্মনিয়ন্ত্র'ণাধিকারের ল'ড়াইয়ে পাকিস্তান সরকার নৈ'তিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।