নতুন বছরে ১৮ টাকার নিরামিষ ৩০ টাকা
আন্তর্জাতিক ডেস্ক : সবাই যখন ইংরেজি নববর্ষের আনন্দে আতমহারা ঠিক তখন ভারতীয় সংসদ ক্যান্টিন কর্তৃপক্ষ নিল নতুন সিদ্ধান্ত। অবশ্য এটি অন্যরকম একটি সিদ্ধান্তও বটে। নামমাত্র খরচে সংসদের ক্যান্টিনে ভুরিভোজের পালা এবার সাঙ্গ হওয়ার পথে। কেননা আজ থেকেই সংসদের ক্যান্টিনে খাবারের দাম বাড়ানো হয়েছে। এতদিন ১৮ টাকায় যে নিরামিষ থালি পাওয়া যেত তা এখন ৩০ টাকা করা হয়েছে। আর ৩০ টাকার নিরামিষ থালির জন্য গুনতে হবে ৬০ টাকা। যেখানে সংসদের ক্যান্টিনে মাত্র ২৯ টাকায় মুরগীর মাংস মিলত, সেখানে এখন থেকে দিতে হবে ৪০ টাকা। লোকসভার সচিবালয় সূত্রসতে, খাদ্য সংক্রান্ত কমিটির সুপারিশ মেনে সংসদের ক্যান্টিনে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন অধ্যক্ষ সুমিত্র মহাজন। সম্প্রতি, সংসদের ক্যান্টিনে অনেক কম দামে খাবার ও তাতে ভর্তুকি দেওয়া নিয়ে বিতর্ক দানা বাধে। সাংসদদের জন্য এত কম দামে খাবার দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। সেকারণেই মূল্যবদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
০১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�