শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১১:৪১:২৮

ভারতে ঢুকতে দেয়া হল না প্রখ্যাত সেই সঙ্গীত শিল্পীকে

ভারতে ঢুকতে দেয়া হল না প্রখ্যাত সেই সঙ্গীত শিল্পীকে

আন্তর্জাতিক ডেস্ক : এসময়ের তুমুল জনপ্রিয় এক পাকিস্তানি সঙ্গিত শিল্পীকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে। এমনকি দেশটির হায়দরাবাদ এয়ারপোর্টেও তাকে ঢুকতে দেয়া হয়নি। তাজ ফলকনুমা প্যালেসে নিউ ইয়ার ইভে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল পাকিস্তানি শিল্পী উস্তাদ রাহত ফতেহ আলি খানের। বৃহস্পতিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামেন। কিন্তু নামার সঙ্গেই সঙ্গেই তাঁকে আবু ধাবি ফিরে যেতে বলা হয়। নিয়ম অনুযায়ী, পাকিস্তানের নাগরিকরা ভারতের চারটি এয়ারপোর্টে নামতে পারে। সেগুলি হল দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই। হায়দরাবাদ দিয়ে তাঁরা ভারতে ঢুকতে পারেন না। ভারতে পাক নাগরিকদের চলাফেরায় নজরদারির জন্যই এই নিয়ম রাখা হয়েছে। এই অজুহাতে সঙ্গীতশিল্পীকেও ফিরে যেতে বলা হয় বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ইমিগ্রেশন অফিসাররাও এই নিয়মের কথা উল্লেখ করেছেন। নিয়ম ভাঙার জন্যই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা। পরে ওই ফ্লাইটেই তিনি আবু ধারবি ফিরে যান। জানা গেছে, সম্প্রীতির বার্তা দিতেই এই সুফি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান বাতিল করতে হয়। এই খবর শোনার পরই অনুষ্ঠানের আয়োজকরা সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে শিল্পীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। ০১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে