বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ০৮:৩১:৪৮

লেবাননে বিধ্বং'সী বি'স্ফো'রণে নিহ'ত বেড়ে ৭৩, আহ'ত ৩৭০০

লেবাননে বিধ্বং'সী বি'স্ফো'রণে নিহ'ত বেড়ে ৭৩, আহ'ত ৩৭০০

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের কাছে বিধ্বং'সী বি'স্ফো'রণে ৭৩ জন নিহ'ত হয়েছেন। এ ঘটনায় ৩ হাজার ৭০০ জনের আহ'ত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমী আল-জাজিরাকে বলেছেন, বি'স্ফো'রণের সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গু'দামে সংরক্ষিত অ্যামোনিয়‍াম নাইট্রেট থেকে এই বি'স্ফোর'ণ ঘটতে পারে।  

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছান বলেছেন, প্রাথমিক হিসাবে ৭৩ জন নিহ'ত ও ৩ হাজার ৭০০ আহ'ত হওয়ার খবর পাওয়া গেছে। নিহ'তের সংখ্যা বা'ড়তে পারে। এর আগে মঙ্গলবার দুপুরে লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বি'স্ফো'রণের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আত'ঙ্ক তৈরি হয়। শহরের বা'সিন্দারা বলেছেন, বি'স্ফো'রণে তাদের শহরটি ভূ'মিকম্পের মতো কে'পে ওঠে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে