বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ০৯:৪১:৩৮

বৈরুত বি'স্ফো'রণে ইসরায়েল জ'ড়িত থাকতে পারে : ইরাকি এমপি

বৈরুত বি'স্ফো'রণে ইসরায়েল জ'ড়িত থাকতে পারে : ইরাকি এমপি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সংসদের প্র'ভাবশালী সদস্য মুহাম্মাদ আল বালদাওয়ি বলেছেন, লেবাননের বৈরুতে ভ'য়াব'হ বি'স্ফো'রণের পেছনে দ'খল'দার ইসরায়েলের হা'ত থাকতে পারে। বুধবার আল-মা’লুমা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি এটা নি'ছক একটা দু'র্ঘট'না নয়, এর পেছনে কারো না কারো হাত রয়েছে।’

তিনি আরও বলেন, এটা ঠিক যে এই ভ'য়াব'হ বি'স্ফো'রণের কারণ উ'দঘা'টনের তদ'ন্ত শেষ করতে অনেক সময় লাগবে। কিন্তু বিভিন্ন কারণে মনে হচ্ছে এর সঙ্গে ইসরায়েল জ'ড়িত রয়েছে। ইরাকের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল এ ধরনের জ'ঘন্য কাজ করে অভ্য'স্ত। তারা নিরপরা'ধ মানুষ মে'রে আনন্দ পায়। অতীতে ভিন্ন দেশে এ ধরণের অনেক ঘটনাই ইসরায়েল ঘ'টিয়েছে। তারা ১৯৮১ সালে ইরাকের শান্তিপূর্ণ পরমাণু স্থা'পনায় বো'মা হা'মলা চা'লিয়েছে এবং গত বছরও ইরাকের সামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির অ'স্ত্র গু'দামে হা'মলা করেছে।

এছাড়া পরমাণু বিশেষ'জ্ঞদের মতো ব্য'ক্তিত্বদের হ'ত্যার মতো জঘ'ন্য কাজও ইসরায়েল এর আগে করেছে। মুহাম্মাদ আল বালদাওয়ি বলেন, সার্বিক প'রিস্থি'তি বিবেচনায় ইসরায়েলকে এ জন্য অভি'যু'ক্ত করা যেতে পারে। অবশ্য দ'খ'লদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈরুতে বি'স্ফোর'ণের সঙ্গে তারা জ'ড়িত নন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে