বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ০৭:৪৮:০৫

লেবাননের পর এবার সংযুক্ত আরব আমিরাত, দাউ দাউ করে জ্বলছে..

লেবাননের পর এবার সংযুক্ত আরব আমিরাত, দাউ দাউ করে জ্বলছে..

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ভ'য়াব'হ বি'স্ফো'রণে কেঁ'পে উঠেছিল লেবাননের রাজধানী বেইরুট। প্রাণ গিয়েছে শতাধিকের। আহ'ত কয়েক হাজার। এই পরি'স্থিতিতে এবার বিধ্বং'সী আ'গুনের সাক্ষী থাকল সংযুক্ত আরব আমিরাত। বুধবার স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ আ'গুন লাগে আজমান মার্কেটে।

স্থানীয় সংবাদমাধ্যম খলিজ টাইমস সূত্রে খবর, আ'গুন লাগে আজমান মার্কেটে ফল এবং সবজির বাজারে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ধী'রে ধী'রে তা গ্রাস করে ফেলেছে গোটা এলাকা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল সেই ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, গোটা মার্কেট চত্বরটাই চলে গিয়েছে আ'গুনের গ্রা'সে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘ'টনাস্থলে পৌঁছেছে বিশাল ফায়ার সার্ভিস বা'হিনী। আ'গুন নেভানোর প্রচেষ্টা চলছে। কেউ আ'টকে রয়েছেন বা মা'রা গিয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

এদিকে, বেইরুট বন্দরে ভ'য়াব'হ বি'স্ফো'রণে বি'প'র্যস্থ লেবানন। ধা'মাকার জেরে ঘ'টা অ'গ্নিকা'ণ্ডে প্রা'ণহা'নির পাশাপাশি পুড়ে ছাই হয়ে গিয়েছে বন্দরের গোদামগুলিতে মজুত রাখা হাজার হাজার টন খাদ্যশস্য। পরি'স্থিতি যে কতটা খা'রাপ তা স্পষ্ট করে দেশটির অর্থমন্ত্রী রাউল নেহমে জানিয়েছেন, মাত্র এক মাসের মতো শস্য রয়েছে সরকারের হাতে।

বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে লেবাননের অর্থমন্ত্রী জানান, দেশের জনগণের খাদ্য সুর'ক্ষা নি'শ্চিত করতে গেলে অন্তত তিন মাসের শস্য মজুত রাখা হয়। কিন্তু বি'স্ফো'রণের জে'রে বন্দরের গোদামগুলিতে মজুত থাকা শস্যভাণ্ডার ন'ষ্ট হয়ে গিয়েছে। কোনওমতে মাসখানেক চালানোর মতো খাবার রয়েছে সরকারে হাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে