শুক্রবার, ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪৭:০৫

বি'স্ফোরণে প্রধান শস্য ভা'ণ্ডারটিও ধ্বং'স, ভ'য়াব'হ খাদ্য সংক'টের আশ'ঙ্কা লেবাননে

বি'স্ফোরণে প্রধান শস্য ভা'ণ্ডারটিও ধ্বং'স, ভ'য়াব'হ খাদ্য সংক'টের আশ'ঙ্কা লেবাননে

আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার সন্ধ্যায় ভ'য়াব'হ বি'স্ফো'রণে কেঁ'পে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। প্র'বল এই বি'স্ফো'রণের ফলে অর্থনৈতিক দিক থেকে ধ'স নেমেছে গোটা দেশে, যা প্র'তিফলিত হয়েছে দেশটির অর্থ ও বাণিজ্যমন্ত্রী রাউল নেহমের কথায়।

তার বক্তব্য, বৈরুতের বি'স্ফো'রণ পরবর্তী প'রিস্থিতি মো'কাবিলা করার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই তার দেশের। তিনি এই বিপ'র্যয় মো'কাবিলার জন্য আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। লেবাননের অর্থমন্ত্রী জানিয়েছেন, এই ভ'য়াব'হ বি'স্ফো'রণে শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

শুধু তাই নয়, প্রধান শস্য ভা'ণ্ডারটিও ধ্বং'স হয়ে গিয়েছে বলে দাবি তার। ওই শস্য ভাণ্ডার ধ্বং'স হয়ে যাওয়ায় সে দেশে এখন যে পরিমাণ শস্য মজুত রয়েছে তাতে ব'ড়জোর আর এক মাস চলবে বলে মনে করছে সরকারের কর্মকর্তারা। বৈরুত বন্দরের পাশে যে জায়গাটিতে প্র'বল এই বি'স্ফোরণ ঘটে তার ঠিক পাশের সাদা রঙয়ের বিশাল ভবনটি হল লেবাননের প্রধান খাদ্য ভা'ণ্ডার। দিনের পর দিন বিদেশ থেকে শস্য আমদানি করে ওই সাদা বাড়িতেই মজুত করা হতো। বি'স্ফো'রণের তীব্রতায় এক লাখ ২০ হাজার টন ধারণ ক্ষমতার এই ভবনটি পুরোপুরি ধ্বং'স হয়ে গিয়েছে। স'ম্পূর্ণ ধ্বং'স হয়ে গেছে খাদ্য ভাণ্ডার। এতে ভী'ষণ বি'পাকে পড়েছে দেশটির কর্তৃপক্ষ।

তবে সে দেশের অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে। আসলে এই প'রিস্থিতি মো'কাবিলায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিকিৎসায় সহযোগিতা করারর প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। তিনি জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে বৈরুতে ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বি'স্ফোর'ণ-পরবর্তী পরিস্থিতিতে সেখানে করোনাভাইরাস আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার আশ'ঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। সূত্র: আরবনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে