শুক্রবার, ০৭ আগস্ট, ২০২০, ০৮:৫৭:০১

ভারতে ভয়ংকর ভূমিধসে মৃ'ত ১৫, নিখোঁ'জ অসংখ্য : একাধিক জেলায় স'তর্কতা জারি

ভারতে ভয়ংকর ভূমিধসে মৃ'ত ১৫, নিখোঁ'জ অসংখ্য : একাধিক জেলায় স'তর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধ'রে লাগাতার বৃষ্টি চলছে ভারতের কেরালার একাধিক জেলায়। অধিকাংশ জায়গায় লাল স'ত'র্কতা জারি করেছে আইএমডি। অতি ভারী বৃষ্টির স'ত'র্কতা রয়েছে। এর মধ্যেই শুক্রবার সকালে ইদুক্কি জেলায় নাগাড়ে বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে ধস নেমেছে। ভূমিধসে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যন্ত্রী পিনারাই বিজয়ন। 

তবে সব থেকে ভ'য়াব'হ পরিস্থিতি তৈরি হয়েছে ইডুক্কি জেলার মুন্নারের কাছে অবস্থিত রাজামালা এলাকায়। এই সমস্ত প্র'ব'ল বন্যা বি'ধ্ব'স্ত এলাকার মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। স'ত'র্ক রয়েছে জেলা প্রশাসন। যে মুন্নার পর্যটকদের মন ভালো করার জাদু যানে, সেই মুন্নারের প্রকৃতি আজ বি'প'র্যস্ত। প্র'ব'ল ভূমিধ'সে মুন্নার আজ ব্যা'পক ধ্বং'সলীলার শি'কার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পরি'স্থিতি মো'কাবি'লায় বিমানসেনার সাহায্য চেয়েছেন। 

এখনও পর্যন্ত ভূমিধ'সের জেরে ৮০ জনের বেশি ধ্বং'সস্তূ'পের নিচে চা'পা পড়ে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশ ও উ'দ্ধা'রকারীদল ঘ'টনাস্থ'লে ত'ল্লা'শি চালাচ্ছে। শেষ কয়েকদিনের একটানা বৃষ্টিতে বি'ঘ্ন হয়েছে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বি'ঘ্ন নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থাও। সূত্রের খবর, প্রায় ২০টি বাড়ি ধ'সে গিয়েছে। মালাপ্পুরমে লাল স'ত'র্কতা জারি করেছে আইএমডি। 

এ ছাড়াও এর্নাকুলাম, ইদুক্কি, পালাক্কর, ত্রিশুর, ওয়ানাদ, কোঝিকোর, কান্নাউর, কাসারগোদ এলাকায় আজকের জন্য অরেঞ্জ সত'র্কতা জারি হয়েছে। আইএমডি জানিয়েছে, ৯ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। ইডুক্কি জেলার রাজমালায় ভূমিধ'সের কারণে যারা প্রা'ণ হা'রিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহ'তদের চিকিৎসার ব্যয় রাজ্য সরকার বহন করবে বলে সরকারের তরফ থেকে জানা গিয়েছে।

অন্যদিকে, মহারাষ্ট্র জল ছাড়ার ফলে কর্নাটকের একটা বড় অংশ বানভাসি। একইসঙ্গে চলছে নাগাড়ে বৃষ্টি। বন্যা এড়াতে উত্তর কানাড়ায় বিশাল বাঁধের লকগেট খুলে জল ছাড়া শুরু করেছে সরকার। অন্যান্য বাঁধের জলও ছাড়া হচ্ছে। বিভিন্ন নদীর জলস্তর বি'প'দসীমার উপর দিয়ে বইছে। করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা হাসপাতাল থেকেই বন্যাত্রাণে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে