আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানীতে মঙ্গলবার যে বি'স্ফো'রণ ঘ'টেছে, তা এককথায় ভ'য়াব'হ। বি'স্ফো'রণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হওয়ার পর তা দেখে গোটা দুনিয়াই হ'তবা'ক। ভিডিওতেই পরিষ্কার যে একটা নয়, পরপর দুটি বি'স্ফো'রণ ঘ'টে বৈরুতে।
এর কারণ এখনো জানা না গেলেও এইটুকু স্পষ্ট যে বি'স্ফো'রণ স্থলে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো প্রচুর পরিমাণে বি'স্ফো'রক বোঝাই ছিল। যা সাধারণত বো'মা তৈরির পাশাপাশি সার তৈরিতেও কাজে লাগে। বি'স্ফো'রণে কেঁ'পে গেছে গোটা শহরই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা। আহ'ত কয়েক হাজার মানুষ। ভে'ঙে গিয়েছে প্রচুর ঘর বাড়ির ছাদ, দেওয়াল। প্রায় ৫০ মাইল দূরেও এই বি'স্ফো'রণের তী'ব্র আও'য়াজে কেঁ'পে ওঠেছে সকলে।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও শেয়ার হচ্ছে যা দেখলে আ'ত'ঙ্ক তৈরি হচ্ছে। কু'ণ্ড'লি পাকানো ধোঁয়া ওঠতে থাকে। তারপরই তী'ব্র আওয়াজ। ভ'য়ান'ক বি'স্ফো'রণে কেঁ'পে ওঠে স্বপ্ন শহর বৈরুত। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভে'ঙে পড়া দরজা, জানালা, কাঁচ। যখন ওই ভ'য়ান'ক বি'স্ফো'রণটি ঘ'টে, মানুষ তখন যে যার নিজের জীবনে ব্যস্ত ছিল।
তেমনই নিজের বিয়েতে ব্যস্ত ছিলেন বৈরুতের এই তরুণ-তরুণী। বি'স্ফো'রণের এলাকার ঠিক কাছেই সদ্য বিয়ে সেরে ছবি তুলতে ব্যস্ত ছিলেন নববিবাহিতা। তার পরনে সাদা গাউন। সুন্দর করে তিনি তুলছিলেন ছবি। হঠাৎ ভয়ংকর আওয়াজে কেঁ'পে ওঠে সব কিছু। ছবি তোলা ছেড়ে দৌড়ে পালালেন এই নবদম্পতি, নিজেদের প্রাণ বাঁচাতে।
যে বাড়িতে তাদের বিয়ে হচ্ছিল সেটি তখন কাঁ'পছে। ঝমঝম শব্দে জানলা দরজার কাঁচ ভে'ঙে পড়ছে। এই সময় ক্যামেরাটা অন করাই ছিল। তাতেই ধ'রা পড়ে এই বি'স্ফো'রণের আরো একটি বিভ'ৎস ভিডিও। সারা শহরে এখন আ'ত'ঙ্ক বিরাজ করছে। ভিডিওটি দেখুন..
সূত্র: নিউজ এইটিন।