শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:৪৭:১৮

পরপর দুটি ভূমিক'ম্পে কেঁ'পে উঠল ভারতের ২ রাজ্য

পরপর দুটি ভূমিক'ম্পে কেঁ'পে উঠল ভারতের ২ রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: কম সময়ের ব্যবধানে ভারতের উড়িষ্যা ও আসামে শনিবার সকালে ভূমিক'ম্প হয়েছে।  রিখটার স্কেলে কম্পনের তী'ব্রতা ছিল ৩.৮ আর আসাম রাজ্যে ৩.৫। খবর এনডিটিভির। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে উড়িষ্যায় কম্পনের তীব্রতা ছিল ৩.৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উত্‍সস্থল।

তবে ভূমিক'ম্পের মাত্রা কম থাকায় কোনো ক্ষ'য়ক্ষ'তি বা প্রাণহা'নির ঘটনা ঘটেনি। ক'ম্পন অনুভূত হতেই ওই এলাকায় আত'ঙ্ক তৈরি হয়। কম্পন আত'ঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। এর আগে, জুলাইয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সাতদিনে ২৫ বার ভূমিক'ম্প হয়েছে। চলতি বছরে এতবার ভূমিক'ম্প হওয়ায় দেশটির ভূ-বিজ্ঞানীদের মধ্যে উ'দ্বেগ দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে