শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০২:১০:০৬

এবার ন্যাটো জোটকে একহাত নিলেন পুতিন

এবার ন্যাটো জোটকে একহাত নিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : এবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে একহাত নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই জোটকে মস্কোর নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে ঘোষণা করেছেন তিনি। চলতি সপ্তাহে পুতিনের সই করা কৌশলগত নতুন এক দলিলে ন্যাটো সম্পর্কে এ ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। দলিলে নানা দেশে ন্যাটোর অবস্থান জোরদারের তৎপরতাকে রুশ নিরাপত্তার প্রতি বিদেশি মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই সাথে নিরাপত্তা সংক্রান্ত রুশ নীতিমালারও উন্নয়ন ঘটানো হয়েছে। পোল্যান্ড এবং বাল্টিক তীরবর্তী দেশগুলোতে সেনা ও সরঞ্জাম উপস্থিতি জোরদার করেছে পশ্চিমা সামরিক এ জোট । কথিত রুশ হুমকি ঠেকানোর জন্য এ জাতীয় তৎপরতা নিয়েছে ন্যাটো। আর এ প্রেক্ষাপটে কৌশলগত নতুন দলিলে সই করলেন পুতিন। ০১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে