শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ০৯:৫০:১৫

হাসপাতালের থেকে ভারতে মন্দিরের বেশি প্রয়োজন : বিজেপির সভাপতি

হাসপাতালের থেকে ভারতে মন্দিরের বেশি প্রয়োজন : বিজেপির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হাসপাতালের সংস্কৃতির তুলনায় মন্দিরের সংস্কৃতি অনেক বেশি প্রয়োজনীয়। করোনার মধ্যে রামমন্দিরের ভূমি পুজো প্রসঙ্গে শনিবার এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তার এই মন্তব্যে ফের বিত'র্ক সৃষ্টি হয়েছে।

করোনা পরি'স্থিতিতে কোটি কোটি টাকা ব্যয় করে রাম মন্দিরের ভূমিপুজোর যৌ'ক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিরোধীরা। সমালোচনাও করেছেন মোদী সরকারের। এদিন দিলীপ ঘোষ বলেন, 'ভারতের ঐতিহ্য, গর্ব রাম মন্দির। তাই দেশে হাসপাতালের সংস্কৃতির তুলনায় মন্দিরের সংস্কৃতি অনেক বেশি প্রয়োজনীয়। অযোধ্যার কোনও মানুষ তো রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে একবারও প্রশ্ন করেননি।'

নাম না করে রাজ্যের শাসক দলকে খোঁ'চা দিয়ে তিনি বলেন ''যারা রাম মন্দিরের তুলনায় হাসপাতাল বেশি প্রয়োজন বলে দাবি করছেন তারা সঠিকভাবে মানুষকে চিকিত্‍সা পরিষেবাই দিতে পারেন না। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। অথচ উত্তরপ্রদেশে পর্যাপ্ত হাসপাতাল রয়েছে। করোনা রোগীর তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা যথেষ্ট বেশি। সেখানে করোনা পরি'স্থিতি নিয়'ন্ত্রণে রয়েছে। যারা নিজেদের ধর্মের কথা বুক ফুলিয়ে বলতে ভ'য় পান, তারাই রাম মন্দিরের বিরো'ধিতা করছেন। যারা গর্ব অনুভব করছেন, তারা রাম মন্দিরের ভূমিপুজোকে সমর্থন করছেন।'

৫ অগাস্ট, বুধবার দিনক্ষণ, শুভলগ্ন মেনে অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। পরিকল্পনা অনুযায়ী এরপর সাড়ে তিন বছরে 'মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির' তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খরচ হবে আনুমানিক ৩০০ কোটি।

করোনাকালে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এলাহি আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ দেব। ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্ন, ''এই অতিমা'রীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।''

উল্লেখ্য, এই মুহূর্তে দেশে করোনা আক্রা'ন্তের সংখ্যা ২১ লক্ষের কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছে ৬১,৫৩৭ জন। এই বৃদ্ধির জে'রে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১১ জন। বিশ্ব সং'ক্র'মণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে