শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০২:৫৩:৫৮

ইসরাইলি কূটনীতিকের দৃষ্টতায় সিঙ্গাপুরে তোলপাড়

ইসরাইলি কূটনীতিকের দৃষ্টতায় সিঙ্গাপুরে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : দূতাবাস কর্মকর্তার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভুত আচরণের জন্য সিঙ্গাপুরের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ইসরাইল। দূতাবাসে একটি পার্টিতে সিঙ্গাপুরের জাতীয় পতাকা টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করেন সে দেশে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের এক নবীন কর্মকর্তা। এই ‘নিন্দনীয় আচরণ’ এর সমালোচনা করেছে এবং অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে দূতাবাস। এ ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের পতাকার অবমাননা মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিদেশি কূটনৈতিকদের সম্মানে আয়োজিত পার্টিতে উপস্থিত এক ব্যক্তি পতাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এবং পুলিশের নিকট অভিযোগ করে। তিনি ওই পার্টির আয়োজকদের বিরুদ্ধে অভিযোগে বলেন, ‘আমাদের দেশ ও পতাকার প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই’। এক বিবৃতিতে এই ঘটনাটির নিন্দা জানায় সিঙ্গাপুরের নিকট ক্ষমা প্রার্থনা করেছে ইসরাইলি দূতাবাস । ০১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে