সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০৬:৩৪:০৫

কাটার দিয়ে ব্যাংকের সিন্দুক কা'টতে গিয়ে নিজের গলাই কে'টে ফেললো চোর

কাটার দিয়ে ব্যাংকের সিন্দুক কা'টতে গিয়ে নিজের গলাই কে'টে ফেললো চোর

আন্তর্জাতিক ডেস্ক : চু'রি করার জন্য বেসরকারি ব্যাংকে ঢু'কেছিল এক চো'র। কা'টার দিয়ে ব্যাংকের সিন্দুকও সফলভাবে কে'টে ফেলেছিলেন তিনি। কিন্তু অসাব'ধানতায় সেই কাটারেই কে'টে যায় তার গলা। শনিবার মধ্যরাতে এ ঘ'টনা ঘ'টে ভারতের গুজরাতের বডোদরার একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চে।

বডোদরার হারনি রোডের একটি মার্কেট কমপ্লেক্সে রয়েছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ব্রাঞ্চ। সেখানেই শনিবার রাত ১টা নাগাদ ঢু'কেছিলেন ওই চো'র। পুলিশ জানিয়েছে, ইলেকট্রিক কাটার দিয়ে দরজা কে'টে ব্যাংকে ঢোকেন চোর। তারপর সফলভাবে ব্যাংকের সিন্দুক কে'টে চু'রি শুরু করেছিলেন। সেই সময়ই কা'টারের সুইচ অন হয়ে যায় ও তাতেই চো'রের গলা কা'টা পড়ে।

সেদিন রাতে বডোদরার ব্রাঞ্চে চো'র ঢো'কার ঘ'টনা সিসিটিভিভে ধ'রা পড়েছিল। চেন্নাইয়ে থাকা ন'জ'রদারি দল তা দেখতে পেয়ে খবর দিয়েছিল ওই ব্রাঞ্চের ম্যানেজার প্রশান্ত শর্মাকে। তিনি ব্রাঞ্চে এসে গলা কা'টা অবস্থায় চো'রকে পড়ে থাকতে দেখেন। তারপর পুলিশকে খবর দেন তিনি।

এ ব্যাপারে ওয়ারাসিয়া থানার ইনস্পেক্টপ এস এস আনন্দ বলেন, ''সিন্দুকের আশপাশের জায়গা খুব সরু। সেখানে একজনের ঠিকমতো দাঁড়ানোর জায়গা নেই। সেখানে চু'রি করার সময় অন্ধকারে হাত লেগে কা'টারের সুইচ অন হয়ে গিয়েছিল। যার জে'রেই মৃত্যু হয় ওই চো'রের।’ 

দু'র্ঘট'নাজনিত এই মৃত্যু নিয়ে মামলা করেছে পুলিশ। চু'রির চে'ষ্টার অ'ভিযো'গে পৃথক একটি মামলাও করা হয়েছে। মৃ'ত চো'রের থেকে কিছু নথি উ'দ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওই অফিসার। তবে পুলিশের অনুমান, ব্যাংকে চু'রি করতে একাই এসেছিল ওই চো'র। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে