সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০৯:০২:২৭

করোনার ভয়ে মুখ ফেরালেন পথচারীরা, দু'র্ঘ'টনায় আহ'তের সাহায্যে ছুটে এলেন মহিলা নেত্রী

করোনার ভয়ে মুখ ফেরালেন পথচারীরা, দু'র্ঘ'টনায় আহ'তের সাহায্যে ছুটে এলেন মহিলা নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক : অ'সু'স্থ হয়ে বা দু'র্ঘ'টনায় রাস্তায় পড়ে রয়েছেন। বৃদ্ধ হোক তরুণ। করোনার ভ'য়ে এগিয়ে আসেননি এক জনও। প্রাণ গেছে অ'সু'স্থর। এই ঘ'টনা এখন আকছাড়। বারবার বেরিয়ে পড়ছে অমানবিক মুখ। তবু পরি'স্থিতি বদলাচ্ছে না। এবার দু'র্ঘ'টনায় আহ'তের ত্রাতা হয়ে এলেন এক বিধায়ক। যিনি আবার চিকিত্‍সকও বটে।

অন্ধ্রপ্রদেশের গুণ্টুর থেকে ফেরার পথে পিদুগুরাল্লায় একটি ট্রাকের সঙ্গে সং'ঘ'র্ষ হয় বাইকের। ছি'টকে পড়েন বাইকের আরোহী। গু'রু'তর জ'খ'ম হন। বৃহস্পতিবারের ঘ'টনা। তখন ভোর ছ'‌টা। য'ন্ত্র'ণায় কাতরাতে থাকেন তরুণ। পথচারীরা পাশ কাটিয়ে চলে যান। ভ'য়, ছুঁলে পাছে করোনা হয়।

ওই পথেই যাচ্ছিল তাডিকোণ্ডার বিধায়কের কনভয়। আহ'তকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন বিধায়ক শ্রীদেবী। তিনি পেশায় চিকিত্‍সক। র'ক্তা'ক্ত তরুণ তখন ছ'টফ'ট করছেন। বিধায়ক নিজেই তার প্রাথমিক চিকিত্‍সা করেন। এর পর স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ এসে উ'দ্ধা'র করে আহ'তকে হাসপাতালে পৌঁছে দেয়।

শ্রীদেবী জানিয়েছেন, ''‌স্থানীয়রা করোনার ভ'য়ে আহ'তের কাছেও যাননি। সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন। আমি গ্লাভস আর মাস্ক পরে আহ'তর পালস চেক করি। তার পর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।'‌'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে