তুচ্ছ অপরাধে রাজার ১২ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : সামান্য অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কৃষ্ণাঙ্গ নেতা নেলসন মেন্ডেলার ভাতিজা এবং রাজা বুয়েলিখায়া দালিনদিয়াবোকে। অপহরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগে দুই দশক আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলায় এ সাজা দেশটির একটি আদালত।
দক্ষিণ আফ্রিকায় অন্তত ১০টি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাজার আইনগত স্বীকৃতি রয়েছে। সমাজের লোকজন যে কোনো ধরনের সমস্যা সমাধানে রাজার নির্দেশ মেনে চলেন।
বুয়েলিখায়া হলেন কারা ভোগ করা দেশটির প্রথম রাজা। এ রাজার বিরুদ্ধে এক নারী ও তার ছয় সন্তানকে অপহরণ, বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের অভিযোগ রয়েছে। এর মধ্যে এক যুবকের প্রাণহানি ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।
মামলায় দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন বুয়েলিখায়া। ১২ বছর পর দেশটির আদালত রাজার জামিন বৃদ্ধির আবেদন খারিজ করে দিলে পূর্বাঞ্চলের মাতাতার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
০১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�