মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০৬:০৬:৩৫

পুতিনের মেয়ের শরীরে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন, যা হলো ফলাফল

পুতিনের মেয়ের শরীরে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন, যা হলো ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে এসেছে রাশিয়া এবং একই সঙ্গে দেশটি ঘোষণা করল, এটি এখন ব্যবহারের উপযোগী। বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস ভ্যাকসিনের অ'নুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অ'নুমোদনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেছেন, এরই মধ্যে তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবে'দন থেকে এসব ত'থ্য জানা গেছে।
রুশ প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে স্পুটনিক নিউজ সম্প্রতি জানায়, ক্লি'নিক্যা'ল ট্রা'য়ালের তৃতীয় পর্যায়ে থাকা ভ্যাকসিনটি ১২ আগস্টের মধ্যে অ'নুমোদন পাবে।

এবার প্রেসিডেন্ট পুতিন জানালেন, মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাঁরা ভ্যাকসিনটির ব্যাপারে সবুজসংকেত পেয়ে গেছেন। এখন তাঁরা গ'ণহা'রে এটির উৎপাদন শুরু করবেন।পুতিন জানিয়েছেন, তাঁর মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্ব'রাক্রা'ন্ত হয়েছিলেন। তবে দ্রু'তই তাঁর তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখন সে যথেষ্ট ভালো অ'নুভ'ব করছে।

১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দা'বি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এ'পিডেমো'লজি অ্যান্ড মা'ইক্রো'বায়োল'জির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লি'নিক্যা'ল ট্রা'য়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহি'নীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত।

এ মাসের শুরুতে (১ আগস্ট শনিবার) রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উ'দ্ধৃ'ত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দে'শনা অ'নুস'রণ করার আহ্বান জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে