বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১১:০৪:১০

চিকিৎসার বিল দেখে আ'ত্মহ'ত্যার চেষ্টা করোনা রোগীর!

চিকিৎসার বিল দেখে আ'ত্মহ'ত্যার চেষ্টা করোনা রোগীর!

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে করোনা চিকিৎসার বিল দেখে আ'ত্মহ'ত্যার চেষ্টা করেছেন করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত একজন রোগী। হাসপাতালের চারতলার জানালার কাচ ভে'ঙে ঝাঁ'প দিয়ে আ'ত্মহ'ত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরা তাকে উ'দ্ধা'র করেন। গত শনিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘ'টনাটি ঘ'টে। তিনি উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক বাসিন্দা।

প্রতিবে'দনে বলা হয়েছে, দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি করোনা হাসপাতালে গত বৃহস্পতিবার শ্বাসক'ষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ৫৬ বছর বয়সী এক রোগী। পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ শনা'ক্ত হলে ওই হাসপাতালেই ভর্তি হয়ে চিকিৎসা শুরু হয় তার। একইদিনে তাকে আইসিইউতে স্থা'না'ন্তরিত করা হয়। একদিন পর রোগীর পরিবারের হাতে আইসিইউর বিল দেড় লাখ রুপি ধ'রিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ কথা শুনে রোগীর আত্মীয়রা অবাক হয়ে পড়েন। কারণ এত বিল পরিশোধের সামর্থ্য নেই তাদের। বিষয়টি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীকে জানালে তিনি ওই রোগীকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থা'না'ন্তরিত করেন। সেখানে তাকে হাসপাতালের সুপার স্পে'শালি'টি ব্ল'কের চারতলার একটি বেডে রাখা হয়।

আর সেখানেই এই কা'ণ্ড করেন রোগী। আগের হাসপাতালে নিজের চিকিৎসার বিল ও পরিবারের দুশ্চি'ন্তার কথা জানতে পেরে হ'তা'শ হয়ে পড়েন তিনি। মান'সি'ক য'ন্ত্রণা'য় বি'ধ্ব'স্ত হয়ে শনিবার সকালে চারতলার জানালার কাচ ভে'ঙে ঝাঁ'প দিয়ে আ'ত্মহ'ত্যার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীরা ছু'টে গিয়ে তাকে দ্রু'ত উ'দ্ধার করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে