বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১১:৪৬:১৩

ভারতে মহানবীকে নিয়ে ক'টূক্তি, বি'ক্ষো'ভে পুলিশের গু'লিতে নিহ'ত ৩

 ভারতে মহানবীকে নিয়ে ক'টূক্তি, বি'ক্ষো'ভে পুলিশের গু'লিতে নিহ'ত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সা'ম্প্রদা'য়িক সহিং'সতার উ'সকা'নি দিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভারতের বেঙ্গালুরুর পূর্বাঞ্চলে বি'ক্ষো'ভ ছ'ড়িয়ে পড়লে পুলিশের গু'লিতে তিন ব্যক্তি নিহ'ত হয়েছেন। এ ছাড়া ৬০ পুলিশ আহ'ত হয়েছে। শহরের পুলিশপ্রধানের বরাতে এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনআইয়ের খবরে এমন ত'থ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, কংগ্রেসের একজন এমএলএর এক স্বজন ফেসবুকে এই পোস্ট দিয়েছিল। মঙ্গলবার রাতের প্রতি'বাদে পাথর নি'ক্ষে'প, পুলিশের ওপর হা'মলা ও সহিং'তার অভি'যোগে ১১০ জনকে আট'ক করা হয়েছে।

এমএলএর শ্রীনিবাস মূর্তির বাড়ির চারপাশের অনেক গাড়িতে আ'গুন ধ'রিয়ে দিয়েছেন বি'ক্ষো'ভকারীরা। সামাজিক মাধ্যমে অব'মাননা'মূলক ম'ন্তব্যের দায়ে তার ভাইয়ের ছেলে নবীনকেও গ্রেফ'তার করা হয়েছে। ফেসবুকে দেয়া পোস্টটি মু'ছে দিয়েছেন তিনি। যদিও তার অ্যাকাউন্ট হ্যা'কড হয়েছিল বলে দা'বি করেন নবীন।

ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) খবরে বলা হয়, মহানবীকে নিয়ে ফেসবুকে বি'তর্কি'ত পোস্ট দেয়ায় শ্রীনিবাস মূর্তির বাড়িতে হা'মলা করা হয়েছে। বি'ক্ষো'ভকারীদের ছ'ত্রভ'ঙ্গ করে দিতে পুলিশ লা'ঠিচা'র্জ, টিয়া'রগ্যা'স নি'ক্ষে'প ও গু'লি চা'লিয়েছে।

টুইটারের এক পোস্টে বেঙ্গালুরু পুলিশ জানায়, ডিজি হাল্লি ও কেজি হাল্লিতে সং'ঘা'ত হয়েছে। স'হিং'সতা নিয়'ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচা'র্জ, টিয়া'রগ্যাস ও গু'লি ব্যবহার করেছে। পুলিশ কমিশনার ঘ'টনাস্থ'লে গেছেন। ঘ'ট'নাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরা'ধীদের বিরু'দ্ধে ক'ঠোর ব্যবস্থা নেয়া হবে।

২৪টি ফোর-হুইলারে অ'গ্নিসং'যোগ ও ২০০টি বাইক ভ'স্মীভূ'ত করে হয়েছে। স'হিং'সতায় একটি থানা বেশ ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার কামাল পান্ত বলেন, প'রিস্থি'তি নিয়'ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত স'হিংসতা ক'বলি'ত ডিজি হাল্লি ও কেজি হাল্লি এলাকায় কা'রফি'উ জা'রি করা হয়েছে। বেঙ্গালুরু শহরে বড় ধরনের সমাবেশ নি'ষি'দ্ধ করা হয়েছে।

হা'মলা ও স'হিং'সতার নি'ন্দা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েডুরাপ্পা। লোকজনকে আইন হাতে তু'লে না নিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা দীনেশ গুনডু রাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে