বুধবার, ১২ আগস্ট, ২০২০, ১২:২৫:২২

অ'স্ত্রোপচারের পরও মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ বন্ধ হচ্ছে না, প্রণব মুখার্জির অবস্থা আশ'ঙ্কাজনক

অ'স্ত্রোপচারের পরও মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ বন্ধ হচ্ছে না, প্রণব মুখার্জির অবস্থা আশ'ঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সং'কটাপন্ন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে– ‘সাবেক রাষ্ট্রপতির প্রাণ বাঁ'চাতে সোমবার জ'রুরি ভি'ত্তিতে অ'স্ত্রোপচার করতে হয়েছিল। কিন্তু এর পর থেকে তার শারীরিক অবস্থার আরও অবন'তি হয়েছে। কারণ অ'স্ত্রোপচারের পর ম'স্তিষ্কে র'ক্তক্ষ'রণ বন্ধ হচ্ছে না। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খবর এনডিটিভির।

র'ক্তজমাট না বাঁ'ধা পর্যন্ত তার অবস্থার উন্নতি হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকদের নিয়ে তৈরি একটি দল সাবেক রাষ্ট্রপতির দেখভাল করছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে নিয়মিতভাবে তার স্বাস্থ্যের খোঁ'জখবর নেয়া হচ্ছে।

সোমবার দুপুরে প্রণব মুখার্জিকে আশ'ঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় র'ক্তজমাট বেঁ'ধে ছিল। অ'স্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থা সং'কটজনক।
রোববার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পান প্রণব মুখার্জি। এতে মাথা না ফাটলেও স্নায়ুঘটিত সমস্যাও দেখা দেয়। হাসপাতালে ভর্তি করার পর সিটিস্ক্যান করে দেখা যায়, তার মস্তি'ষ্কে র'ক্তজমাট বেঁ'ধে রয়েছে। অ'স্ত্রোপচার করা ছাড়া উপায় নেই। অ'স্ত্রোপচারের আগে তার করোনা ধ'রা পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে