বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০২:২৭:৪৩

বিপদে ৩০ লাখ মোবাইল ব্যবহারকারী, সতর্কতা জারি

বিপদে ৩০ লাখ মোবাইল ব্যবহারকারী, সতর্কতা জারি

বিশ্বের ৩০ লাখ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ত'থ্য ঝুঁ'কিতে রয়েছে বলে জানিয়েছেন চে'ক পয়েন্ট সিকি'উরিটির রিসার্চাররা। তাদের দা'বি মোবাইল ফোনে ব্যবহৃত কোয়ালকম চি'পের কারণে এই ঝুঁ'কি তৈরি হয়েছে। তারা কোয়ালকমের ডিজিটাল সিগ'ন্যাল প্রসেসর চিপে (ডিসিপি) ৪০০টি ত্রু'টি খুঁ'জে পেয়েছেন।

জানা যায়, বাজারে ব্যবহৃ'ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ৪০ শতাংশ স্মার্টফোনে কোয়ালকম চি'প (Qual'comm) ব্যবহৃত হয়। এ চি'প সব দামের ফোনের মধ্যেই পাওয়া যায়। শুধু এটা নয়, গুগল, স্যামসাং, এলজি, শাওমিসহ আরও বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনে এই কোয়ালকম চি'প ব্যবহার হয়ে থাকে।

চে'ক পয়েন্টের রিসার্চাররা DCP চি'প টে'স্ট করেছিল আর তাতে ত্রু'টিযুক্ত ৪০০টি কো'ড পি'স খুঁ'জে পেয়েছে। এ ত্রু'টিগুলোর জন্য হ্যা'কাররা বিনা ইউজার ইন্টারাঅ্যা'কশ'ন ছাড়াই যেকোনো স্মার্টফোনের সাহায্যে ন'জরদা'রি করতে পারে।চে'ক পয়েন্টের রিসা'র্চাররা আরও জানিয়েছেন, উল্লিখিত ত্রু'টিগুলোর সাহায্যে হ্যা'কাররা ইউজারের ফোনে থাকা ছবি, ভিডিও, কল রেক'র্ডিং, রিয়েল টা'ইম মাইক্রোফোন ডেটা, জিপিএস আর লোকে'শনের ডেটা অ্যা'কসে'স পেয়ে যায়।

এই ৪০০টি ত্রু'টির কারণে ম্যা'লিসি'য়াস অ্যাপ ফোনের কল রেকর্ডিং করতে পারে, আবার মাইক্রোফোনের সাহায্যে ইউজারদের কথাবার্তাও শুনতে পারে। এছাড়াও হ্যা'কাররা সার্ভিস অ্যা'টা'কের সাহায্যে ফোনকে ফ্রি'জও করতে পারে।

কোয়ালকমের এ ত্রু'টিগুলো সামনে আসার পরে স'তর্ক'তা জা'রি করা হয়েছে। ফোন নির্মাতারা নতুন আপডেট দিয়ে এ ত্রু'টিগুলোকে দূর করতে পারবে বলে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে