বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৫:০০:৫৮

প্রণব মুর্খাজীর শারীরিক অবস্থা অত্যন্ত স'ঙ্ক'টজনক, ভেন্টিলেটর সাপোর্টে ভারতের সাবেক রাষ্ট্রপতি

প্রণব মুর্খাজীর শারীরিক অবস্থা অত্যন্ত স'ঙ্ক'টজনক, ভেন্টিলেটর সাপোর্টে ভারতের সাবেক রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজীর শারীরিক অবস্থার আরও অ'বন'তি হয়ে পরি'স্থি'তি অত্যন্ত স'ঙ্ক'টজনক৷ ভেন্টিলেটর সাপোর্টে তাকে রাখা হয়েছে দিল্লির সেনা হাসপাতালে৷ সোমবারই ৮৪ বছর বয়সি প্রণব মুর্খাজীর একটি অ'স্ত্রো'প'চার হয়৷ সেই অ'স্ত্রো'প'চারের আগে তার শরীরে করোনা ভাইরাস পজি'টিভ ধ'রা পড়ে৷

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় র'ক্ত জমা'ট বেঁ'ধে গিয়েছিল৷ তা বের করতে একটি জীবনদা'য়ী অ'স্ত্রো'প'চার করা হয়৷ তার পর থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ অবস্থা এখনও স'ঙ্ক'টজনক৷ চিকিত্‍সকদের একটি বিশেষ টিম সব সময় প্রণববাবুর শারীরিক অবস্থা পর্যবে'ক্ষণে রাখছেন৷

রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ সোমবার সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্‍সকরা অ'পারে'শনের সিদ্ধান্ত নেন৷ অ'পারে'শনের আগে করোনা পরীক্ষায় পজি'টিভ রিপোর্ট আসে৷ প্রণববাবুর অ'স্ত্রো'প'চার সফল হলেও অ'স্ত্রো'প'চারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি৷

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ সোমবার হাসপাতালে প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁ'জ নিতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতির'ক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি ২০ মিনিট হাসপাতালে ছিলেন৷ প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করছেন একের পর এক রাজনৈতিক নেতা থেকে নানা মহলের বিশিষ্ট ব্যক্তিত্ব৷ মঙ্গলবার প্রণববাবুর গ্রামের বাড়ি কীর্ণাহারে মৃ'ত্যুঞ্জ'য় যজ্ঞও করা হয়৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে