বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৬:২৫:৪৭

প্রেমিকের স্পর্শে এখন আর ভয় পান না ভিক্টোরিয়া

প্রেমিকের স্পর্শে এখন আর ভয় পান না ভিক্টোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : একজন নারীর শরীর বিশেষ কিছু শিরা একেবারেই কাজ করছিল না। ফলে প্রেমিকের সঙ্গে প্রত্যাশিত উপভো'গের মুহূর্তটি উ'ল্টো চ'রম ক'ষ্টকর হয়ে উঠতো। তবে অ'স্ত্রোপ'চারের পর এখন তিনি আর সমস্যা বোধ করছেন না।

ডেইলি মেইলের এক প্রতিবে'দনে বলা হয়েছে, লন্ডনের উত্তরাঞ্চলে বসবাসরত ৩৪ বছর বয়সী ভিক্টোরিয়া জেনকিন্স চার বছর ধ'রে প্রেমিকের সঙ্গে সম্পর্কে জ'ড়ানোর আগে ব্য'থা থেকে র'ক্ষা পেতে ওষুধ খেতেন।

চার বছর আগেও এ সমস্যার ফলে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তারও চার বছর আগে থেকে সম্পর্ক রয়েছে ৩২ বছর বয়সী জ্যাক মরগনের সঙ্গে। শুরুতে সমস্যা হলে প্রেমিক কিছুটা ছা'ড় দিলেও পরের দিকে এসে ওই নারী নিজের থেকেই ব্য'থানা'শ'ক ট্যা'বলেট গ্রহণ করেন।বিষয়টির স্থায়ী সমাধানের পথ খুঁ'জতে থাকেন ভিক্টোরিয়া। একপর্যায়ে লন্ডনের হোয়াইটলে ক্লি'নিকে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর ভিক্টোরিয়া সে'রে ওঠেছেন।

ভিক্টোরিয়া বলেন, অ'স্ত্রোপ'চারের পর ব্য'থা যেমন চলে গেছে, আমার জীবনটাই ব'দলে গেছে। ব্য'থার কারণে ভ'য়াব'হ পরিস্থি'তির মধ্য দিয়ে জীবন পার করছিলাম। চার বছর ধ'রে ব্যা'পক ক'ষ্ট করেছি। অথচ চিকিৎসা নেওয়ার মাত্র দুই সপ্তাহ পর অনেকটাই ঠিক হয়ে যাই। পরে তিন মাস লেগেছে সম্পূর্ণ সে'রে উঠতে।

তিনি আরো বলেন, ঋ'তুকালীন পরিস্থি'তি তো খা'রাপ; তার চেয়ে ভ'য়াব'হ ছিল প্রেমিকের সঙ্গে সম্পর্কে জ'ড়ানোর মুহূর্ত। শুরুতে ব্য'থানা'শক খেয়ে কিছুটা স্ব'স্তি পেলেও দিনে দিনে মা'নসি'কভাবে শেষ হয়ে যাচ্ছিলাম। সে কারণে প্রেমিকের সঙ্গে ঘ'নি'ষ্ঠতার কথা ভাবতেই পারতাম না। ফলে আমাদের স'ম্পর্কটা কেমন যেন হয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, তবে এই সমস্যার কথা প্রেমিকের কাছে খুলে বলিনি। সম্পর্ক যদি খা'রাপ হয়ে যায়, সেই শ'ঙ্কা'য় নিজে ক'ষ্ট স'হ্য করতাম, ব্য'থা চে'পে যেতাম। একপর্যায়ে তার কাছে সব খুলে বলি। শুনে তো সে হ'তবাক। এরপর এক মাস আমাকে আর বির'ক্ত করেনি। আমার অসুখ সে'রে ওঠায় এখন সেও খুশি।সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে