বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৭:২০:১৭

মোবাইলে ব্যস্ত মা! খেলতে খেলতে ক্যানালে ত'লিয়ে মর্মা'ন্তিক মৃ'ত্যু ৪ বছরের শিশু

মোবাইলে ব্যস্ত মা! খেলতে খেলতে ক্যানালে ত'লিয়ে মর্মা'ন্তিক মৃ'ত্যু ৪ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক: সাতসকালে খেলতে খেলতে ক্যানালে ত'লিয়ে মৃ'ত্যু হল খুদের। বুধবার ঘটনাটি ঘটেছে দু্র্গাপুরের (Durgapur) কোকওভেন থানা এলাকায়। অভি'যোগ, মায়ের অসত'র্কতার কারণেই এই পরিণতি ওই শিশুটির।

জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্তপল্লী সংলগ্ন আনন্দপুরের বাসিন্দা বছর চারেকের ওই খুদের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বুধবার সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে মুখ ধুতে ক্যানালে গিয়েছিল সে। সেই সময় খেলতে খেলতে পা পিছনে ক্যানালে পড়ে যায় শিশুটি। খবর পাওয়া মাত্রই শুরু হয় উ'দ্ধার কাজ। নামানো হয় বিশেষ উ'দ্ধারকারী দল। অবশেষে বেলা ১ টা ডুবুরিরা শিশুটির নিথর দে'হ উ'দ্ধার করে। মৃ'তের পরিবারের সদস্যদের অভি'যোগ, বিশ্বজিতের মা সবসময় মোবাইলে ব্যস্ত থাকতেন। এদিনও ছেলেকে নিয়ে বেরিয়ে মোবাইলেই মুখ গুঁ'জেছিলেন তিনি। সেই কারণেই এই মর্মা'ন্তিক ঘটনা।

বিষয়টি জানতে পেরে এদিন ঘটনাস্থলে যান দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“ ক্যানেল দিয়ে জল যাচ্ছে। ক্যানেলের উপর কারও আসাই উচিত নয়। এই ব্যাপারে মানুষের সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। ” ফুটফুটে শিশুর আচমকা এই মৃ'ত্যুতে শো'কের ছায়া গোটা এলাকায়।-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে